পহেলগাঁও হামলার দায় অস্বীকার করেছে কাশ্মীরের প্রতিরোধ গোষ্ঠী দি রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
রবিবার (২৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এই দ্বায় অস্বীকার করে বিবৃতি দেয় পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তৈয়্যেবা’র ছায়া সংগঠনটি।
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “দি রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) পরিষ্কারভাবে জানাচ্ছে যে, পহেলগাঁও ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এই কাজের জন্য টিআরএফ-এর উপর দায় আরোপ করা মিথ্যা, অবিবেচক এবং কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য সাজানো একটি প্রচারণার অংশ।”
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর টিআরএফ-এর একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে একটি অননুমোদিত বার্তা প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয়, এই হামলার পিছনে তারাই দায়ী। বিবৃতিতে প্রসঙ্গটি ব্যাখ্যা করে বলা হয়েছে, এটি একটি সাইবার আক্রমণের ফল। যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, “একটি অভ্যন্তরীণ তদন্তের পর, আমরা বিশ্বাস করার যথেষ্ট কারণ পেয়েছি যে এটি একটি সমন্বিত সাইবার অনুপ্রবেশের ফলাফল। আমরা সম্পূর্ণ তদন্ত পরিচালনা করছি এই নিরাপত্তা ভঙ্গির উৎস শনাক্ত করার জন্য, এবং প্রাথমিক সূচকগুলো ইঙ্গিত দিচ্ছে ভারতীয় সাইবার-গুপ্তচর সংস্থার কর্মকাণ্ডের দিকে।”
সূত্র: ক্লারিয়ন ইন্ডিয়া