সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ইসরাইলের নীতি অনুসরণ করছে ভারত: ইরফান সিদ্দিকী

spot_imgspot_img

ভারতের মুসলিম ও সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কঠোর সমালোচনা করে পাকিস্তানের পিএমএল-এন-এর সংসদীয় নেতা ইরফান সিদ্দিকী বলেছেন, পহেলগাঁও হামলা ছিল একটি ফ্লস ফ্লাগ অপারেশন।

সিদ্দিকী বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত তার গণতান্ত্রিক শেকড় থেকে বিচ্যুত হয়েছে ও ইসরাইলের নীতির অনুকরণ করছে, বিশেষ করে দখলকৃত জম্মু ও কাশ্মীরে।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের পিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।

আগামীতে কাশ্মীরেও ফিলিস্তিন বা গাজ্জার মতো একটি পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সাক্ষাৎকারে, পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার নিন্দা করেন তিনি। কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের পানির সরবরাহ বন্ধের যেকোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার সমপর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

সূত্র: এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান

সর্বশেষ

spot_img
spot_img
spot_img