রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ভারতের ‘সিন্ধু পানি চুক্তি স্থগিত’ শিশুসুলভ ও অবৈধ: পাকিস্তান

spot_imgspot_img

পহেলগাঁও হামলাকাণ্ডকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এ বিষয়টি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে ‘শিশুসুলভ ও অবৈধ’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান।

একইসঙ্গে নদীর পানি কেউ চুরি করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি। নদীর প্রতিটি ফোঁটা পানির ওপর পাকিস্তানের অধিকার অবিচ্ছেদ্য বলেও জানিয়েছে ইসলামাবাদ।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের ফেডারেল জ্বালানিমন্ত্রী সরদার আওয়াইস আহমদ খান লেঘারি ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণাকে “শিশুসুলভ, বোকামিপূর্ণ এবং অবৈধ” বলে আখ্যায়িত করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে; কোনও পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না।

তিনি জোর দিয়ে বলেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের নদীগুলোর প্রতিটি ফোঁটা পানির ওপর অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। ভারতের ভিত্তিহীন বক্তব্য তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে যখন ভারতের বিরুদ্ধে কানাডাসহ একাধিক দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

লেঘারি বলেন, পাকিস্তান কোনোভাবেই তার নদীর পানি অন্যায়ভাবে অন্যত্র সরিয়ে নিতে দেবে না। আমাদের নদীর পানি কেউ চুরি করতে পারবে না। তিনি জানান, এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোও ইতোমধ্যে যুক্ত হয়েছে এবং সুষ্ঠু সমাধানের জন্য কাজ করছে।

এসময় তিনি পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থনও জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img