বাংলাদেশের সঙ্গে মজবুত ও আন্তরিক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
তিনি বলেন, ইসলামাবাদ ও ঢাকা উভয়ই অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী। বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান তিনি।
বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাজা আসিফ দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্কের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান। তিনি সাম্প্রতিক ঢাকায় সফল সফরের কথা উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও জানান, পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমেনা বালোচের নেতৃত্বে ১৫ বছর পর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী, ড. তারিক ফজল চৌধুরী, মইন ওয়াট্টু, হাম কামাল, খেল দাস কোহিস্তানি, মালিক রশিদ আহমদ, কায়সার আহমদ শেখ এবং মোহাম্মদ জুনাইদ আনোয়ার প্রমুখ।