শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

দ্বিতীয় মেয়াদে ঢাবির প্রো-ভিসি হিসেবে অধ্যাপক সামাদের যোগদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দ্বিতীয় মেয়াদে যোগদান করলেন অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ। গত ১২ই এপ্রিল ২০২২ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

শুক্রবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদের প্রথম মেয়াদ শুক্রবার (২৭ মে) শেষ। তবে আজ ও শনিবার (২৮ মে) সাপ্তাহিক ছুটি থাকায় তিনি বৃহস্পতিবার প্রো-ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে যোগদান করেছেন।

অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদকে দ্বিতীয় মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মুহাম্মাদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img