আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় তালেবানের মৃত্যু নিয়ে দুই রকম খবর পাওয়া যাচ্ছে। তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এই হামলার ঘটনায় আমাদের কেউ নিহত হয়নি। যেখানে হামলা হয়েছে, সেটা মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা।
শুক্রবার (২৭ আগস্ট) বিবিসি পশতুকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তালেবান মুখপাত্র।
এর আগে তালেবানের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমে বলেছিলেন, তাদের ২৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন কাবুল হামলায়। এরপরই তালেবানের মুখপাত্র বিষয়টি নাকচ করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ১৫০ জন। এ বোমা হামলার দায় স্বীকার করেছে দায়েশ খোরাসান। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে তারা।