শনিবার | ১২ জুলাই | ২০২৫

আফগান ছাড়ল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্পেন, বিদায় নিচ্ছে ব্রিটেনও

spot_imgspot_img

আফগান থেকে উদ্ধার অভিযান শেষ করেছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ঘোষণা দিয়েছেন, আফগানিস্তানে আর কোনও বিমান পাঠানো হবে না। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে কাবুল থেকে যাত্রীদের নিয়ে সংযুক্ত আরব আমিরাত পৌঁছায় নিউজিল্যান্ডের একটি ফ্লাইট। এর মধ্য দিয়ে দেশটি ছেড়েছেন নিউজিল্যান্ডের সব সেনা। এ মুহূর্তে কাবুল বিমানবন্দরে নিউজিল্যান্ডের আর কোনও নাগরিক নেই।

আফগানিস্তান থেকে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটনও। আজ শুক্রবার (২৭ আগস্ট) তিনি বলেন, অস্ট্রেলিয়ার সেনাসদস্যরা কাবুল থেকে ৪ হাজারের বেশি মানুষকে নিরাপদে নিয়ে এসেছেন।

আফগান থেকে উদ্ধার অভিযান শেষ করেছে স্পেনও। কাবুল থেকে ‘দুটি স্প্যানিশ ফ্লাইট’ সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছানোর মধ্য দিয়ে শুক্রবার উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দেয় স্পেন। কাবুল থেকে সকাল ৭টা ২০ মিনিটে একটি এ ৪০০ সামরিক বিমান দুবাই পৌঁছায়। দ্বিতীয় আরেকটি ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। স্পেনের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ফ্লাইটের মধ্য দিয়ে আফগানিস্তানে তাদের সহযোগী এবং তাদের পরিবারকে উদ্ধারের অভিযান শেষ হলো।

অন্যদিকে ব্রিটেন জানিয়েছে, পরবর্তী ‘কয়েক ঘণ্টার মধ্যে’ আফগানিস্তান থেকে তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায় তারা। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যাদের আমরা নিয়ে এসেছি তাদের কাগজপত্র প্রক্রিয়া শুরু করবো। আর উড্ডয়নের অপেক্ষায় আছে প্রায় এক হাজার মানুষ। আমরা ভিড়ের মধ্য থেকে আরও কিছু মানুষকে নেওয়ার জন্য একটি উপায় খুঁজে বের করবো।

তিনি আরও বলেন, আমাদের অভিযান আর মাত্র কয়েক ঘণ্টার। আগস্টের মাঝামাঝি থেকে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার ব্রিটিশ ও আফগানকে উদ্ধার করেছে ব্রিটেন। দুঃখজনক সত্য হলো যে, সবাইকে উদ্ধার করা সম্ভব হবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img