আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া বলেন, স্কুল খুললেও শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে অভিভাবকের অনুমতি লাগবে। ক্লাসে যোগ দিতে কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হবে না।
শুক্রবার (২৭ আগস্ট) এসব কথা বলেন তিনি। এর আগে সরকারের এ সিদ্ধান্ত অনুমোদন দেয় দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ওই বিভাগের একটি বিশেষজ্ঞ দল সরকারকে আগামী মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দেয়। পরামর্শে বলা হয়, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস প্রথম ধাপে খোলা হবে। পরে মাধ্যমিক এবং সবার শেষে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলো।
ভারতে করোনাভাইরাস পরিস্থিতিতে চলতি বছরের জানুয়ারিতে স্কুল খুলে দুই মাস পর মার্চে ফের বন্ধ করে দেওয়া হয়।