আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশের প্রতিনিধি প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এর সাথে আরও সেসকল অংশীজনরা রয়েছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফাওজুল কবির, দাবি-দাওয়া, আলোচনা সবকিছু হবে। কিন্তু কথায় কথায় শাহবাগ অবরোধ ও যমুনায় যাওয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না। ছাত্রদের জন্য আমাদের দরজা খোলা। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।