মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

ইসলামী আন্দোলনের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচীতে পুলিশের বাধা

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননা ও দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় বিক্ষোভ মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাসে ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয়। এসময় মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। ফলে সেখানেই তারা তাদের কর্মসূচির সমাপ্ত করে।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা, বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে দেওয়াসহ কয়েক দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img