সম্প্রতি আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার দুটি উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, “পাকিস্তানের এই কর্মকাণ্ডের দুটি উদ্দেশ্য রয়েছে। এক, এটি একটি বিদেশি প্রক্সি কর্মসূচি বাস্তবায়ন করছে। দুই, তারা তাদের সৈন্যদের অক্ষমতা ঢেকে রাখতে চাচ্ছে।”
এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানি সামরিক শাসনের বাহিনী আফগান নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ সমস্যা নিয়ে সংগ্রাম করছে। যখন তাদের সীমান্তের ভেতরে নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটে, তখন সামরিক বাহিনী তা মোকাবিলা করতে প্রায়ই ব্যর্থ হয়। পাকিস্তান এই অঞ্চলে তাদের সেনাদের অকার্যকরতা লুকিয়ে রাখতে এবং সাধারণ পাকিস্তানিদের বিভ্রান্ত করতে চাচ্ছে।
তিনি বলেন, “এই ফাঁক পূরণ করার জন্য, সেনারা জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে চেষ্টা করছে এবং সাধারণ পাকিস্তানিদের মনে করিয়ে দিতে চাচ্ছে যে সমাধান খোঁজা হচ্ছে।”
সম্প্রতি আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা নিয়ে তিনি বলেন, “আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, এবং আমরা এর জবাব দেব।”
সূত্র: হুরিয়াত রেডিও









