বুধবার, মার্চ ১২, ২০২৫

ভূমিকম্পে কাঁপল রংপুর

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুরসহ আশপাশের বেশ কিছু এলাকা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রংপুরে ভূকম্পন অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। উৎপত্তি ছিল ভারতের আসাম। এ ছাড়া ৭ জানুয়ারি সকাল ৭টা ৭ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন অঞ্চলে। এর প্রায় দুই সপ্তাহ আগে গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টা ২ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিল রংপুর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img