আত্মঘাতি বোমা হামলায় শাহাদতবরণ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দারুল উলুম হক্কানিয়ার নায়েবে মুহতামীম মাওলানা হামিদুল হক হক্কানী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হামলায় আরও ৫ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা দারুল উলুম হক্কানিয়ার জামে মসজিদে এ হামলা হয়।
জানা যায়, আত্মঘাতি ওই হামলা মাওলানা হামিদুল হক হক্কানীকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। তিনি জুমার নামাজ শেষে যে রাস্তা দিয়ে ঘরে ফিরেন, সে রাস্তাতেই এ হামলা চালানো হয়েছে।
খায়বার পাখতুনখোয়া প্রদেশের পুলিশের আইজি যুলফিকার হামিদ জানান, মাওলানা হামিদুল হককে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। হামলার সময় জামে মসজিদটিতে নিরাপত্তার দায়িত্বে ২৫ পুলিশ সদস্য নিয়োজিত ছিল। তাছাড়া মাওলানা হামিদুল হকের নিরাপত্তায়ও ৬ পুলিশ সদস্য নিযুক্ত ছিল।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এছাড়া সে এলাকায় জরুরি তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
মাওলানা হামিদুল হক হক্কানী দারুল উলুম হক্কানিয়ার সাবেক মুহতামীম শহীদ মাওলানা সামিউল হক হক্কানী র. এর পুত্র ছিলেন। বাবার শাহাদতবরণের পর তিনি জমিয়তে উলামায়ে ইসলাম (এস) এর সভাপতি হয়েছিলেন।
তিনি ১৯৬৮ সালের মে মাসে প্রদেশটির নওশেরা জেলা আকোড়া খাট্টায় জন্মগ্রহণ করেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন।
সূত্র: ডেইলি জং