রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

২৭ তম রজনীতে মক্কায় ২০ লাখের অধিক মানুষের সমাগম

রমজানের ২৭তম রজনীতে মক্কার কা‘বা প্রাঙ্গণে ২০ লাখেরও অধিক মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।

বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে কা‘বা প্রাঙ্গণে রমজানের ২৭তম রজনীর “কিয়ামুল লাইল” এর নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সারাবিশ্ব থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ।

করোনার প্রকোপ শুরু হওয়ার পর এবারই প্রথম উমরাহ ব্যাবস্থা ব্যাপকভাবে উন্মুক্ত করে সৌদি সরকার। সামাজিক দূরত্ব, ভ্যাক্সিন, পিসিআর টেস্ট ও কোয়ারেন্টাইন তুলে নেওয়ায় খুব সহজেই এবারের রমজানে উমরাহ পালন করতে পেরেছেন সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img