সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার ঋণ পরিশোধ করবে কাতার ও সৌদি আরব

spot_imgspot_img

বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার ঋণ রয়েছে প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। রাজনৈতিক পালাবদলের পর দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। তাই ঋণ পরিশোধ করা যেন অসম্ভব হয়ে পড়েছে। তবে বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া সিরিয়ার বকেয়া ঋণ পরিশোধ করতে এগিয়ে এসেছে সৌদি আরব এবং বন্ধু রাষ্ট্র কাতার।

রবিবার (২৭ এপ্রিল) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব ও কাতার রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়সমূহ যৌথভাবে সিরিয়ার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কাছে থাকা বকেয়া প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের অঙ্গীকার ঘোষণা করেছে।

প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর পর, চলতি মাসের শুরুতে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশগ্রহণ করেন সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রী। এই অংশগ্রহণের ঠিক কয়েকদিন পরেই এমন যৌথ বিবৃতি এসেছে কাতার ও সৌদি আরবের পক্ষ থেকে।

বিবৃতিতে আরো বলা হয়, এই অঙ্গীকার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের জন্য সিরিয়ায় তাদের সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করার পথ প্রশস্ত করবে, যা ১৪ বছরের বেশি সময় ধরে স্থগিত ছিল। এই সহায়তা নিকট ভবিষ্যতে সিরিয়ার গুরুত্বপূর্ণ খাতগুলোর উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রবেশের পথ প্রশস্ত করবে।

উল্লেখ্য, সিরিয়ার সাবেক স্বেচ্ছাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে, দেশটির নতুন সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালিয়ে আসছে দোহা ও রিয়াদ।

সূত্র: দি বিজনেস স্ট্যান্ডার্ড

সর্বশেষ

spot_img
spot_img
spot_img