কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে গত শনিবার রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত।
শনিবার (২৬ জুন) জম্মুতে ভারতীয় বিমানঘাঁটিতে রাত ১টা ৩৭ মিনিটে প্রথম হামলা এবং ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় হামলা চালানো হয়। এতে ভারতীয় বিমান বাহিনীর দুই সদস্য আহত হয়েছে।
প্রথম বিস্ফোরণে বিমান ঘাঁটিটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আর অপর বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে। বিমানবন্দরটির ডিসপারসাল এলাকায় পার্ক করে রাখা একটি বিমান ড্রোনগুলোর লক্ষ্যস্থল ছিল বলে জানা যায়।