ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের খেলোয়াড়কে বয়কট করায় কুয়েতের টেনিস তারকা মুহাম্মাদ আল আওয়াদিকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, কুয়েতের জনগণের মন থেকে ফিলিস্তিনিদের মুক্তি ও স্বাধীনতার ইস্যুটিকে মুছে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে তা ব্যর্থ করে দিতে পেরেছে আল আওয়াদির এই পদক্ষেপ।
তিনি আরও বলেন, মুসলিম উম্মাহর বিবেক, সম্মান ও মর্যাদা রক্ষায় এই ভূমিকা অতুলনীয়।
ইসলামি জিহাদের নেতা দাউদ শাহাব বলেন, কুয়েতের টেনিস তারকা মুহাম্মাদ আল আওয়াদি ইসরাইলি প্রতিপক্ষের সঙ্গে খেলায় অংশ না নিয়ে যে মহান কাজ করেছে তা ইতিহাসে লেখা থাকবে।
গত ২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব ১৪ টেনিস বিশ্বকাপের সেমিফাইনালে ইসরাইলের প্রতিযোগীর মুখোমুখি হতে অস্বীকৃতি জানান কুয়েতের এই তারকা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তিনি এ কাজ করেন। এর ফলে তিনি ঐ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও সর্বত্র প্রশংসিত হয়েছেন।
কুয়েতের জনগণও এই তারকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিভিন্ন শহরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিলবোর্ড টানানো হয়েছে। তাকে জাতীয় বীর হিসেবে অভিহিত করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে