মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

এ উপলক্ষে চীনের বেইজিংয়ে অবস্থিত পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণের পর অধ্যাপক ইউনূস সেখানে বক্তৃতাও করেন, যেখানে তিনি দুই দেশের বন্ধুত্ব ও শিক্ষা-সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চার দিনের চীন সফর শেষে আজ (শনিবার) সন্ধ্যায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img