ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল আমেরিকার সাহায্য ছাড়া এক সপ্তাহও টিকতে পারত না বলে হুঁশিয়ারি হিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাকের কালিবাফ।
শুক্রবার (২৮ মার্চ) তেহরান বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে এ কথা বলেন তিনি।
কালিবাফ বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো কেবল ইসরাইলের বিরুদ্ধেই নয়, বরং আমেরিকার বিরুদ্ধেও লড়াই করছে। যদি ফিলিস্তিন এবং প্রতিরোধ ফ্রন্ট কেবল ইহুদিবাদী শাসনব্যবস্থার মুখোমুখি হত, তবে নিশ্চিত থাকুন যে এই শাসনব্যবস্থা এক সপ্তাহও টিকতে পারত না।
কালিবাফ আরও বলেন, মানবতাকে নিপীড়ন করেই আধিপত্যবাদী ব্যবস্থা টিকে আছে এবং ইহুদিবাদী শাসনব্যবস্থা হলো আমেরিকার অপরাধী হত্যাযন্ত্র।
তিনি বলেন, ইসরাইলের সাহায্যে এগিয়ে এসেছিল আমেরিকা এবং দুষ্ট শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে সহায়তা করেছিল। অন্যান্য সরকারও অবশ্যই ইসরাইলকে সমর্থন করেছিল, যার মধ্যে ব্রিটেন রয়েছে।