সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

সরকার সমর্থিত বিটকয়েন রিজার্ভ চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান

সরকার সমর্থিত বিটকয়েন রিজার্ভ চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৯ মে) পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সিইও ও ব্লকচেইন-ক্রিপ্টো প্রতিমন্ত্রী বিলাল সাকিব একথা জানান।

আমেরিকার লাস ভেগাসে ‘বিটকয়েন ভেগাস ২০২৫ ’ এ বক্তৃতাকালে তিনি বলেন, প্রথমবারের মতো সরকার-সমর্থিত কৌশলগত বিটকয়েন রিজার্ভ চালু ও জাতীয় বিটকয়েন ওয়ালেট প্রতিষ্ঠা করছে পাকিস্তান, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

তিনি আরো বলেন, এই রিজার্ভ একটি জাতীয় বিটকয়েন ওয়ালেটে সংরক্ষিত থাকবে। ওয়ালেটে সংরক্ষিত রিজার্ভটি জল্পনা ও প্রচারণার জন্য নয়। বিক্রয়ও এতে উদ্দেশ্য নয়। বরং এটি হবে পাকিস্তানের বিকেন্দ্রীকৃত অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রতীক।

তিনি জানান, পাকিস্তান সরকার ডিজিটাল মুদ্রার এই রিজার্ভকে দেশের নিজস্ব সম্পদ তৈরিতে ব্যবহার করতে চায়। একে বিক্রি করার কিংবা বিটকয়েনের হার উঠানামা করানোর জন্য ব্যবহারের কোনো উদ্দেশ্য নেই।

এছাড়া তিনি সকলকে পাকিস্তানের ক্রিপ্টো বাজারে বিনিয়োগের আহবান জানান।

সংবাদমাধ্যমের তথ্যমতে, পাকিস্তান সরকার সম্প্রতি ২,০০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ বিটকয়েন মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ডেটা সেন্টারের জন্য বরাদ্দ করেছে। এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে উদীয়মান শিল্পকে সমর্থন দেওয়া, উচ্চ প্রযুক্তির কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সরকারী রাজস্ব বৃদ্ধি করা লক্ষ্য।

পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ৪ কোটি ক্রিপ্টো ওয়ালেট রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ ফ্রিল্যান্স অর্থনীতি।

পৃথিবীর অন্যতম এই বৃহৎ ফ্রিল্যান্স অর্থনীতির জন্য পাকিস্তান ডিজিটাল অ্যাসেটস অথরিটি (PDAA) গঠনের কথাও ভাবছে, যা ব্লকচেইন-ভিত্তিক আর্থিক অবকাঠামো নিয়ন্ত্রণ করবে।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img