কক্সবাজারের রামুতে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) সকালে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের পূর্বমুরাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে জনি (৫)।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।