তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, তুরস্ককে দেওয়া হয়নি। এ সংক্রান্ত খবরের কোনো সত্যতা নেই।
রোববার (২৯ আগস্ট) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জবিহুল্লাহ মুজাহিদ বলেন, তুরস্কের সেনাবাহিনী কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বলে খবর রটানো হয়েছে। কিন্তু এটা সম্ভব নয়। কারণ আফগান জনগণ কোনো বিদেশি সেনা উপস্থিতি আর মেনে নেবে না।
তালেবান খুব শিগগিরই কাবুল বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করবে বলে তিনি জানান।