বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২৯ আগস্ট) দুপুরে স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা স্ত্রীকে যৌতুকের জন্য প্রায় মারধর করতেন। পরে স্ত্রী শারীরিক নির্যাতন সইতে না পেরে গতকাল শনিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে আজ দুপুরে তাকে পুলিশ গ্রেফতার করে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগের স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।