বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯১ জনকে হত্যা করেছে ইসরাইল; যাদের মধ্যে ৩৫ শিশু

যুদ্ধবিধ্বস্ত গাজ্জার হাসপাতাল থেকে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে অন্তত ৯১ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত থেকে বুধবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত এ হামলা চালানো হয়।

গাজ্জা সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি শরণার্থীদের ঘরবাড়ি ও তাঁবু।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ এই হামলাগুলোতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে, যা চলমান সংঘাতের গভীর মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে।

গাজ্জার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে।

সূত্র : আল-জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img