সৌদি আরবের জেদ্দা শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত আল-মন্তাজাহাট পাড়ার মসজিদে নামাজ পড়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আল-আম্মার মসজিদে ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজন মুসল্লি আহত হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) জেদ্দা শহরের আল-মন্তাজাহাট পাড়ার একটি মসজিদে এই ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুললাতিফ আল-শেখ নির্দেশনা দেন, দুর্ঘটনায় আহত মুসল্লিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে।
মন্ত্রী আল-শেখ মসজিদের নিরাপত্তা পরীক্ষা করার জন্য অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ জারি করেছেন এবং প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজগুলি সম্পন্ন করার পরে এটি পুনরায় চালু করার নির্দেশ করেছেন। তিনি ভবনের কাঠামোগত অখণ্ডতা নিশ্চিত করার নির্দেশ দেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলেন।