বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

জর্ডানের প্রখ্যাত আলেম ড. শায়খ সালাহ আল খালিদি ইন্তেকাল করেছেন

ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানের প্রখ্যাত আলেম ড. সালাহ আবদুল ফাত্তাহ আল খালিদি (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৮ জানুয়ারি) জর্ডানের রাজধানী আম্মানে মৃত্যুবরণ করেন তিনি।

ড. সালাহ আল খালিদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের (আইইউএমএস) সেক্রেটারি ড. আলী আল-কারদাগি। তিনি বলেন, হে কবর, তুমি জানো তোমার সাথে কে মিলিত হচ্ছে, উনি সাইয়েদ কুতুবের শিক্ষার্থীদের সরাসরি শিক্ষার্থী।

১৯৪৭ সালে ফিলিস্তিনের জেনিন শহরে জন্মগ্রহণ করেন ড. সালাহ আল খালিদি। পরে পরিবারের সাথে তিনি জর্ডানে হিজরত করেন। তিনি ১৯৬৫ সালে উচ্চশিক্ষা অর্জনের জন্য মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গমন করেন। পরে ১৯৭০ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শরীয়া ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন করেন।

১৯৭৭ সালে সৌদি আরবের রিয়াদের মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। সেখানে তার গবেষণার বিষয় ছিল, ‘সাইয়েদ কুতুব ওয়াত তাসবিরুল ফান্নিইয়্যু ফিল কুরআন’ (সাইয়েদ কুতুব ও কুরআনের শৈল্পিক চিত্রায়ণ)। ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি অর্জন করেন তিনি। পিএইচডিতে তাঁর গবেষণার শিরোনাম ছিলো ‘ফি যিলালিল কুরআন, দিরাসা ওয়া তাকউয়িম’ (ফি যিলাযিল কুরআন, পঠন ও মূল্যায়ন)।

কর্মজীবনে ড. সালাহ আল খালিদি কুরআন গবেষণায় আত্মনিয়োগ করেছিলেন। ফলত তাঁর হাতে রচিত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের প্রচুর উপকারী গ্রন্থাদি। বস্তুত কুরআনের জন্য এবং কুরআনের শিক্ষা প্রচারের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর রচনাগুলোর শিরোনাম থেকেই বিষয়ের অভিনবত্ব প্রতীয়মান হয়। প্রাঞ্জল ভাষায়, হৃদয়গ্রাহী ভঙ্গিমায় এবং আকর্ষণীয় পদ্ধতিতে তিনি কুরআনের সুমহান শিক্ষাগুলো উপস্থাপনের প্রয়াস পেয়েছেন।

তিনি শত শত বই, সাহিত্য ও বক্তৃতা দিয়ে ইসলামী দাওয়াতের পথকে সমৃদ্ধ করেছেন। কুরআন এবং তাফসিরে কুরআন বিষয়ে তাঁর একাধিক চমৎকার গ্রন্থ রয়েছে।

ড. সালাহ আল খালিদি লিখিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, সাইয়েদ কুতুব : আশ শাহিদুল হাইয়্যু, আমেরিকা মিনাদ দাখিল বি-মানাজিরি সাইয়েদ কুতুব, লাতায়িফুল কুরআনিয়্যাহ, মাফাতিহু লিত তাআমুলি মাআল কুরআন, তাসইয়াতুন ফি-ফাহমি বায়দিল আয়াত, আর রাসূলুল মুবাল্লাগ ইত্যাদি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img