শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

পানি সংকট কাটিয়ে উঠতে সুদানকে সৌদির ১০ মিলিয়ন ডলারের অনুদান

পানি সংকট কাটিয়ে উঠতে সুদানকে ১০ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে সৌদি আরব।

বুধবার (২৮ জানুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সুদানে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য নিরাপদ ও টেকসই পানি সরবরাহে সহায়তার জন্য ১০ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে সৌদি আরব। ‘সৌদি উন্নয়ন তহবিল’ (এসএফডি) এর মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়।

এই উপলক্ষে জেনেভায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর স্থায়ী মিশনের সদর দপ্তরে নিয়োজিত সৌদির স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আব্দুল মুহসিন বিন খুসাইলার উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়।

সৌদির এই অনুদান সুদানের প্রধান পানি নেটওয়ার্কগুলোর পুনর্বাসন ও সম্প্রসারণে সহায়তা করবে, যার মধ্যে খার্তুমে নীল নদের পানি সরবরাহ ব্যবস্থার উন্নতি অন্তর্ভুক্ত। এছাড়া কার্যক্রম সৌরবিদ্যুতে উন্নীত করা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা এবং টেকসইতা নিশ্চিত করতে স্থানীয় সম্প্রদায়ের সাথে জড়িত হওয়াও উল্লেখযোগ্য।

এই উদ্যোগের লক্ষ্য হল বিশুদ্ধ পানি প্রাপ্তিকে সহজতর করা, রোগ ও মহামারীর ঝুঁকি হ্রাস করা, জনস্বাস্থ্য প্রচার করা এবং প্রাকৃতিক বা পরিবেশজনিত সমস্যার মধ্যেও টিকে থাকার সক্ষমতা জোরদার করা।

সংবাদমাধ্যমের তথ্যমতে, অনুদান প্রদানের জন্য সাক্ষরিত চুক্তি বা স্মারকলিপিটি অনুন্নত ও দুর্যোগ কবলিত দেশে সৌদির বৃহত্তর উন্নয়ন প্রচেষ্টার অংশ, যা সুদানের জনগণের দুর্ভোগ লাঘব করবে, জলবাহিত রোগের ঝুঁকি কমাবে এবং স্বাস্থ্যকে সমর্থন করবে। বিশেষত, এই অনুদান তাদের মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে।

এছাড়া এসএফডি (সৌদি উন্নয়ন তহবিল) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) এর মধ্যকার সহযোগিতা এক দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। এই সময়কালে, তহবিলটি ৮টি উন্নয়নশীল দেশে ১৮টি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করেছে, যার মোট মূল্য ৮৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এসব অনুদান ও এর মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পগুলো ৫০ লক্ষাধিক মানুষকে উপকৃত করেছে, যা দেশগুলোতে সৌদি সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যকে প্রতিফলিত করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ