দীর্ঘদিন পর আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের একসময়ের বিশ্বস্ত দেহরক্ষী ডা. আমিন উল হক আফগানিস্তানে ফিরেছেন বলে জানা গেছে। তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পরই নানগারহার প্রদেশে ফিরেছেন তিনি।
সাংবাদিক আদিত্য রাজ কাউল তার টুইটারে ভিডিও প্রকাশ করেছেন। যেখানে ওসামা বিন লাদেনের দেহরক্ষী ড. আমিন উল হক আফগানিস্তানে ফিরছেন বলে দাবি করা হয়েছে।
ওই সাংবাদিক লিখেছেন, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশে ফিরলেন আমিন উল হক। তার সঙ্গে আল কায়েদার ঘনিষ্ঠতা রয়েছে। নানগারহার প্রদেশেই তার বাড়ি।
ড. আমিন উল হকের মাতৃভূমিতে ফেরার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হতে দেখা গেছে। ২০১১ সালে মার্কিন বাহিনীর হামলায় পাকিস্তানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর আর আফগানিস্তানে দেখা যায়নি আমিন উল হককে।
২০০৮ সালে পাকিস্তানে আটক হন তিনি। পরে ২০১১ সালে লালগালিচা সংবর্ধনা দিয়ে মুক্তি দেওয়া হয় তাকে। তালেবানের প্রিজনার কমিশনে কাজ করছেন তিনি।