মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

আন্দোলন চলাকালে অগ্নিসংযোগের দায় বিএনপি-জামায়াতের ওপর দিতে বলেন হাসিনা

জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে এ ধরণের বিভ্রান্তিমূলক সংবাদ মিডিয়ায় প্রচারেরও নির্দেশ দেন হাসিনা। সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ফাঁস হওয়া এক কলরেকর্ডে এ তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের ২৪ জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর ওই ফোনালাপের কলরেকর্ডটি গণমাধ্যমের হাতে আসে। ফোনালাপে নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই। একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ। তখন শেখ হাসিনা বলেন, ২৪ লাখ! তাহলে এটা নিউজ করো।

উত্তরে বিপু বলেন, করছি তো। সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকা শহর ঘুরছি।

হাসিনা বলেন, কই একবারও তো ক্যামেরায় দেখলাম না।

বিপু বলেন, আরে দেখাবেন কেমনে! কালকে আমি জোর করে বললাম, এতগুলো ছবি তুললা একটাও তো দেখাইলা না।

হাসিনা বলেন, আমি যা বলি শুনো, থোরাসা হাদিয়া দে দো।

বিপু বলেন, হু ঠিক আছে। ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকা আমি বলছি। হইছে কি, আমি বিএনপি-জামায়াত সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে।

উত্তরে হাসিনা বলেন, কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img