ভারতের মহারাষ্ট্রে পবিত্র ঈদকে কেন্দ্র করে একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। জেলাটিন বিষ্ফোরক দিয়ে চালানো এই হামলার ফলে মসজিদের ফ্লোর ও দেয়াল ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হামলায় জড়িত ছিলেন শ্রীরাম সাগাড়ে ও বিজয় ঘাভানে নামে দুই ব্যাক্তি। হামলার পূর্বে একটি ইন্সটাগ্রাম ভিডিওতে জেলাটিন হাতে হুমকি দিয়েছিলেন তারা। উভয়কেই গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩০ মার্চ) ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় আনুমানিক দুপুর ২.৩০ মিনিটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে ধ্বংস হয়েছে মসজিদের কিছু অংশ।
হামলার প্রতিক্রিয়ায় বিড জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট নভনিট কোনাট বলেছেন, “এই মামলায় জড়িত দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একটি সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।”
প্রসঙ্গত, মসজিদে হামলার পূর্বে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিযুক্ত বিজয় গাভানে। ভিডিওতে দেখা যায়, ধূমপানরত অবস্থায় জেলাটিন স্টিক ধরে আছেন এই উগ্র হিন্দুত্ববাদী। সেই সঙ্গে পেছনে চলছিল অশ্লীল গান।
উল্লেখ্য, ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওরঙ্গবাদ পুলিশের মহাপরিচালক বীরেন্দ্র মিশরাসহ একটি বোমা সনাক্তকরণ দল। পুলিশের পক্ষ থেকে গ্রামে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: দি অবসারভার পোস্ট