রবিবার | ১৯ অক্টোবর | ২০২৫

কাশ্মীরীদের রক্তের বিনিময়ে ভারতের সঙ্গে সম্পর্ক হতে পারে না: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরিদের রক্তের বিনিময়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে পারে না ইসলামাবাদ। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যে কোনো সম্পর্কোন্নয়ন হবে অধিকৃত অঞ্চলের মানুষের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা।

রোববার (৩০ মে) সরাসরি প্রশ্ন ও জবাবের একটি অনুষ্ঠানে আলোচনার সময় এসব কথা বলেন তিনি।

ইমরান খান বলেন, ক্ষমতায় আসার পর থেকে আমি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করেছি। আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান খুঁজেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলে, তাতে কাশ্মীরি জনগণের সঙ্গে ব্যাপক বিশ্বাসঘাতকতা করা হবে।

ইমরান খান আরও বলেন, এই মুহূর্তে দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার অর্থ হচ্ছে কাশ্মীরিদের লড়াই ও লাখো শহীদের রক্তকে তাচ্ছিল্য করা। এই সম্পর্কে আমাদের বাণিজ্য উন্নয়ন হলেও তাদের রক্ত বৃথা যাবে। কাজেই আমরা এখন ভারতের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি না।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img