আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের রেক্টর ও প্রফেসরদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, তালেবানের মুখপাত্র সুহেইল শাহিন এক টুইট বার্তায় জানান, আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় অনুরোধ করেছে যে বিশ্ববিদ্যালয়গুলোর ডিন, প্রফেসর ও অন্যান্য কর্মকর্তারা যেন ৩১ আগস্ট তারিখ থেকে তাদের কাজে ফিরে যান।
তিনি বলেন, আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় বলেছে যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেক্টর, ডিন, প্রফেসর ও প্রশাসনিক কর্মকর্তাদের ৩১ আগস্ট তারিখ থেকে তাদের কাজে ফিরতে হবে। ওই দিন থেকেই প্রশাসনিক ও শিক্ষা বিষয়ক কার্যক্রম চালু করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাশ শুরু করার প্রস্তুতিও শুরু করতে হবে।