তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মার্কিন সেনাদের পরিপূর্ণ আফগান ত্যাগ উপলক্ষে পূর্ণ স্বাধীনতা অর্জনকে কেন্দ্র করে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বলেছেন, ইমারাতে ইসলামিয়্যাহ আফগানিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে পুরো বিশ্বের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে চায়। এসব ভালো সম্পর্কের ভিত্তিতে বিশ্ব-সমাজের উচিত নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া।
মঙ্গলবার (৩১ আগস্ট) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উচিত দেশের অর্থনৈতিক সমস্যা থেকে পরিত্রাণে সম্পৃক্ত হওয়া। এক্ষেত্রে আফগানিস্তানের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থের দিকে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা অতি জরুরী।
প্রসঙ্গত সোমবার (৩০ আগস্ট) আফগানিস্তানের স্থানীয় সময় রাত ১২ টায় সর্বশেষ ইউএস মিলিটারি ফ্লাইটে সর্বশেষ মার্কিন সেনার দেশ ত্যাগের মধ্য দিয়ে বধ্যভূমি খ্যাত আফগানিস্তানে মার্কিন অধ্যায়ের ইতি ঘটে।
সূত্র: টলো নিউজ