বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনের মসজিদে ইবরাহীম বন্ধ করে দিয়েছে ​ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রাচীন শহর হেবরনে অবস্থিত মসজিদে ইবরাহীম মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়া হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইলি বাহিনী।

মসজিদে ইবরাহীম-এর পরিচালক শেখ হাফতি আবু আসিনিনা জানান, গত শুক্রবার থেকে প্রাচীন এ মসজিদটিতে ১০ দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, ইহুদিদের উৎসব-উদযাপন নিবিঘ্ন করতেই ইসরাইলি সেনাবাহিনী এ মসজিদে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করেছে।

ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরন মুসলিম উম্মাহর জন্য পবিত্র স্থান হিসেবে পরিচিত। এখানেই তিন নবী হযরত ইসহাক, ইয়াকুব ও হযরত ইবরাহীম আলাইহিমুস সালাম-এর কবর রয়েছে বলে মনে করা হয়।

জানা গেছে, ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে ঐতিহ্যবাহী এ মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img