নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তিন দিনের সফরের অংশ হিসেবে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণ ও দায়িত্ব নির্ধারণের কাজ চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসের মধ্যেই মাঠপর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
শনিবার তিনি কুয়াকাটায় একটি কর্মশালায় অংশগ্রহণ করবেন। যেখানে নির্বাচনি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।






