Home Blog Page 1607

সৌদি থেকে ৪০ হাজার টন সার কিনছে সরকার

0

২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা ব্যয়ে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে সরকার।

মঙ্গলবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা আদেন থেকে ১ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইসিটি অধিদপ্তর কর্তৃক ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহ’ পরিচালনার লক্ষ্যে ৩৬ হাজার ২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত সেবা ৭৭ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৩৯৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশ

0

সদ্য সাবেক মার্চ মাসে মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়েছে। এতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে। ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ ধমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলানগরে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য উপস্থান করেন।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম। এর প্রভাব পড়েছে উচ্চ মূল্যস্ফীতিতে।

পরিসংখ্যান ব্যুরো বলছে, খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ, গত মাসে যা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।

পূর্ব আশঙ্কা অনুযায়ী মূল্যস্ফীতি বেড়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম আব্দুল মান্নান। তিনি বলেন, আগেই বলেছিলাম মূল্যস্ফীতি বাড়বে। সেই ধারাবাহিকতায় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। তবে আল্লাহ বাঁচিয়েছে ১০ শতাংশ হয়নি।

ফিলিস্তিনি সংকট মোকাবেলায় দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জার্মানি ও জর্দানের

0

ইসরাইল-ফিলিস্তিন সংকট মোকাবেলায় দুই রাষ্ট্র সমাধান নীতির উপর গুরুত্বারোপ করেছে জার্মানি ও জর্দান। পাশাপাশি ফিলিস্তিনের বুকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটি কর্তৃক সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এই অঞ্চলে অবস্থিত প্রত্যেকটি দেশকেও আহবান জানিয়েছে এ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৩ এপ্রিল) বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

এ বৈঠকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী মন্ত্রীদের বিভিন্ন বর্ণবাদী বক্তব্য উল্লেখ করে বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে।” পাশাপাশি তেল-আবিবের অবৈধ বসতি স্থাপন নীতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্রীয় সমাধানের উপর গুরুত্ব আরোপ করে আয়মান সাফাদি বলেন, “ফিলিস্তিনিরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেলে এই সংঘাতের অবসান ঘটবে।”

বৈঠকে ফিলিস্তিনি সংকট মোকাবেলায় তার এ প্রচেষ্টাকে স্বাগত জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক।

ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সাম্প্রতিক উত্তেজনা ও সহিংসতা এই অঞ্চলের আরো বেশি মানুষের প্রাণ নিয়েছে। তাই বাস্তবতা এটি যে দুর্ভাগ্যবশত ফিলিস্তিনিদের জন্য এই রমজান শান্তিময় হয়নি।”

পরিশেষে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একমত হন যে, দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নের মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসন সম্ভব।

সূত্র: মিডল ইস্ট মনিটর

নাবলুসে আরও ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলী বাহিনী

0

২০২৩ জুড়ে ফিলিস্তিনিদের উপর বেড়েই চলছে ভয়াবহ অত্যাচার ও নির্যাতন। যা থামার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী তথাকথিত অভিযানের নামে পশ্চিমতীরে অবস্থিত নাবলুসের আরও ২ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে।

সোমবার (৩ এপ্রিল) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত এ দুই ব্যক্তির নাম মুহাম্মাদ আবু বকের আল জুনাইদি ও মুহাম্মাদ সাঈদ নাসের।

ইসরাইলী বাহিনী দাবি করেছে, গত ফেব্রুয়ারি মাসে হুওয়াইরা গ্রামে দুই ইসরাইলিকে হত্যার সাথে এ দুই ব্যক্তি জড়িত ছিল।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এর প্রধান আহমেদ জিব্রীল বলেন, দখলদার ইসরাইলী বাহিনী প্রায় আড়াই ঘন্টা ধরে নাবলুসে অভিযান চালায়। অভিযানে টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে ফিলিস্তিনের কয়েক ডজন লোক আহত হয়েছে।

উল্লেখ্য; আল-জুনাইদি ছিলেন ফিলিস্তিনের জুনিদ গ্রামের ফাতাহ পার্টির মহাসচিব ও একজন সশস্ত্র যোদ্ধা। অন্যদিকে সাঈদ নাসের ছিলেন ‘লায়ন্স ডেন’ দলের সদস্য। ফিলিস্তিনিদের প্রতিরোধের পক্ষে এ দলটি গত বছরের ডিসেম্বরে আবির্ভূত হয় যা বিশেষ করে নাবলুস এবং জেনিনে তার কার্যক্রম চালাচ্ছে।

সূত্র: ডেইলি সাবাহ ও আল জাজিরা

ইসরাইলের কবল থেকে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলি রক্ষার আহ্বান জর্দানের বাদশার

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনীর আক্রমণ থেকে জেরুসালেমে অবস্থিত মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র স্থানগুলি রক্ষার আহ্বান জানিয়েছেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।

রবিবার দেশটির রাজধানী আম্মানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাদশাহ আবদুল্লাহ বলেন, “জেরুসালেমে অবস্থিত মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র স্থানগুলোতে দখলদার ইসরাইলি বাহিনী কতৃক সৃষ্ট উত্তেজনা প্রতিরোধ করা সকল মুসলমানের কর্তব্য”

বৈঠকে পশ্চিম তীরে মানবিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ও ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়াও সকল পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস দেন বাদশাহ আবদুল্লাহ।

সম্প্রতি জেরুসালেমে অবস্থিত খ্রিস্টানদের কিছু গির্জা ও পাদ্রিদের উপর আক্রমণ চালায় ইহুদিবাদী ইসরাইল। শুধু তাই নয় তাদের বিরুদ্ধে বিভিন্ন বর্ণবাদী মন্তব্য ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাদশাহ আবদুল্লাহ।

বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, “বৈধ অধিকার আদায়ের জন্য ফিলিস্তিনিরা ইসরাইলি দখলদারিত্বের প্রতিরোধ চালিয়ে যাবে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড : ঘটনা উদঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি

0

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাইন উদ্দিন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আসার পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুটা সময় লাগবে। উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।

মুহাম্মাদ মাইন উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের যে ৮ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন, তাদের দুজনের অবস্থা গুরুতর।

বঙ্গবাজারের এ অগ্নিকাণ্ড স্মরণকালের ভয়াবহ ঘটনা। সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন আশপাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। সে আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গত তিন মাসে পিকেকের ৩৪০ সন্ত্রাসীকে প্রতিরোধ করেছে তুরস্ক

0

২০২৩ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে ৩৪০ জন পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসীকে ব্যর্থ করে দিয়েছে তুরস্কের সশস্ত্র বাহিনী। এসব সন্ত্রাসীরা তুরস্কের সীমান্ত ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর।

গত শনিবার তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকার তিনি এ বিষয়টি জানান।

তিনি বলেন, “গত ৪০ বছর ধরে এসব সন্ত্রাসীরা আমাদের জাতিকে নিরাপত্তা জনিত বিভিন্ন সমস্যায় জর্জরিত করে রেখেছে। তাই আমরা আমাদের জাতিকে এই সমস্যা থেকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ ও সক্ষম।

তিনি আরো বলেন, “তাদেরকে যত শক্তিশালী দেশই অস্ত্র, হেলিকপ্টার, গোলাবারুদ ও অর্থ সরবরাহ করুক না কেন আমরা আমাদের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, তুরস্কের নিরাপত্তা বাহিনীর দ্বারা ‘নিরপেক্ষ’ শব্দটি ব্যবহারের মাধ্যমে এটি বুঝায় যে সন্ত্রাসী নিহত হয়েছে, আহত হয়েছে বা তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: ইয়ানি-সাফাক

রমজানেই সন্ধান পাওয়া নতুন গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করবে তুরস্ক

0

নতুন সন্ধান পাওয়া ভূমধ্যসাগরের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে প্রস্তুত তুরস্ক।

দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ফাতিহ ডনমাজ এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে প্রস্তুত তুরস্ক। রমজানের শেষ নাগাদ সন্ধান পাওয়া  ভূমধ্যসাগরের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র থেকে সরাসরি ফিলিউস পোর্টে গ্যাস উত্তোলন করতে পারবো ইনশাআল্লাহ।

এছাড়া রাশিয়ার সহযোগিতায় তুরস্কের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ‘আক-কুয়ুর’ নির্মাণ কাজ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আগামী ২৭ এপ্রিল সেই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে নিউক্লিয়ার শক্তি উৎপাদন শুরু করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা যায়, ভূমধ্যসাগরে নব আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটিতে ৫৪০ বিলিয়ন কিউবিট মিটারেরও বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে।

গ্যাস উত্তোলন ও দেশের উত্তরে তা সরবরাহের উদ্দেশ্যে ২০২২ সালে জুনকুলদাগ থেকে ভূমধ্যসাগরের গ্যাসক্ষেত্র পর্যন্ত সর্বপ্রথম পাইপলাইন স্থাপন করে তুরস্ক, লুজান চুক্তির ফলে বিভিন্ন ক্ষেত্রে যারা বিগত ১০০ বছর যাবত নিজেদের গুটিয়ে রাখতে বাধ্য ছিলো।

সূত্র: টিআরটি আরাবি

প্রথম আলোর নিবন্ধন বাতিল ও সম্পাদকের গ্রেফতারের দাবিতে মাগুরায় মানববন্ধন

0

শিশুর হাতে টাকা দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসে দৈনিক প্রথম আলোর ‘বিতর্কিত’ সংবাদ প্রকাশের জেরে সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার করার পাশাপাশি পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রথম আলোর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে জানিয়ে বক্তারা এর তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে মানববন্ধন থেকে প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিলের পাশাপাশি সম্পাদকের গ্রেফতারের দাবি তোলা হয়।

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আরো দেশ যুক্ত হতে পারে : মস্কো

0

রাশিয়া বলেছে, ওপেক প্লাসের আরো কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে।

সোমবার (৩ মার্চ) রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এই সতর্কতা জানিয়েছেন। এর আগে রোববার শেষ বেলায় ওপেক প্লাসের কয়েকটি দেশ স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

এ ঘোষণায় এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ৬ থেকে ৮ ভাগ বেড়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন ৮০ ডলারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলার ছাড়িয়েছে।

যেসব দেশ তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং আলজেরিয়া। এসব দেশ আগামী মে মাস থেকে প্রতিদিন মোট ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। এর আগে গত নভেম্বর মাস থেকে ওপেক প্লাস ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমিয়েছিল। এছাড়া রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার বেঁধে দেয়ার পর মস্কো তেলের উৎপাদন কমিয়ে দেয়। তাতে সবকিছু মিলিয়ে আগামী মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ৩৬ লাখ ৭০ হাজার ব্যারেল তেল কম সরবরাহ হবে। ২০২৩ সালের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে ওপেক প্লাস ঘোষণা করেছে। এতে আশঙ্কা করা হচ্ছে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাবে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী বলেন, ওপেক প্লাসের আরো বেশ কিছু দেশ রয়েছে যারা স্বেচ্ছায় তাদের তেলের উত্তোলন কমাতে পারে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে নোভাক দাবি করেন।

সূত্র : পার্সটুডে