Home Blog Page 1608

একনেকে ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে দেশের আঞ্চলিক সড়কে টোল আদায় করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

একনেক সভায় ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা।

পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করতে বলেছেন। এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন তিনি।

বিষয়টি নিয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্য সচিব বিষয়টি একনেক সভায় তোলেন, যে হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দিচ্ছি। এরপর প্রধানমন্ত্রী বলেন, কিছুটা হলেও আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।

পিএম অনুশাসন তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন, নারীদের কাজের হিসেব নেই। এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে। নারীরা অনেক অবদান রাখে। কেউ কেউ মনে করে নারীর কাজের আবার মূল্য কী? তবে নারীদের কাজের স্বীকৃতি দিতে হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামের স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। এনজিও অনেক প্রকল্পে কাজ করে। তবে সাইন বোর্ডে দেখা যায় এনজিওর নাম থাকে অথচ আমাদের থাকে না। তবে এনজিওর পাশাপাশি আমাদের নামও রাখতে হবে।

হাওরে সড়ক নির্মাণ নয়, বরং উড়াল সড়ক নির্মাণ করতে হবে বলে মত দেন প্রধানমন্ত্রী। ব্রুনাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সবজি নিতে চায়, এ বিষয়ে খোঁজ নিতে বলেন প্রধানমন্ত্রী। ঈদের আগে যেন স্বল্প মূল্যে দ্বিতীয় কিস্তিতে এক কোটি পরিবার খাবার পায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।

আলজেরীয় সেনাপ্রধানের ঘোষণা; বিদেশী সেনাদের উপস্থিতি মেনে নেওয়া হবে না

0

সন্ত্রাসবাদ দমনের অজুহাতে বিদেশী সেনাদের উপস্থিতি মেনে না নেওয়ার কথা পুন:ব্যক্ত করলেন আলজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাঈদ শাংকরিহা

রবিবার এক সামরিক সম্মেলনে দেশটিতে যেকোনো ধরণের বিদেশী সেনাদের উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

শাংকরিহা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে উক্ত অঞ্চলে যেকোনো ধরণের বিদেশী সামরিক হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করে আলজেরিয়া। কেননা এটি সম্পূর্ণ ব্যর্থ প্রজেক্ট হওয়ার বিষয়টি সুস্পষ্টরূপে প্রমাণিত।

সাহিল ও সাহারা অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টায় নতুনমাত্রা যোগ করতে চায় আলজেরিয়া। নিজেরাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আঞ্চলিক রাষ্ট্রগুলো নিয়ে জোট করেছে তারা।

সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টার অংশ হিসেবে সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য আদা-প্রদান করার উদ্দেশ্যে মালি, নাইজার ও মাওরিতানিয়্যা সহ আরো কয়েকটি দেশের সমন্বয়ে আঞ্চলিক জোটটি গঠন করা হয়েছে।

জোটের প্রধান শর্ত হলো, জোট রাষ্ট্রগুলো নিজ নিজ ভূখণ্ডে নিজেদের বাহিনী দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে। অন্য কোনো যৌথবাহিনী গঠন কিংবা বিদেশী সামরিক সহায়তা তলব করতে পারবে না।

বিদেশী সামরিক হস্তক্ষেপ পুন:প্রত্যাখ্যান করলেও কোন দেশ উক্ত অঞ্চলে তাদের সেনা সমাবেশ ঘটাতে চাচ্ছে এবিষয়ে মুখ খুলেননি আলজেরিয়ো সেনাপ্রধান।

২০১৩ সালে মালিতে সন্ত্রাসবাদ দমনের অজুহাতে দখলদার ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের  কঠোর বিরোধিতা করেছিলো আলজেরিয়া।

পরবর্তীতে মালির স্বাধীনতাকামী মুজাহিদীনদের আক্রমণে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় ২০২২ সালে সেনাদের প্রত্যাহার করে নেয় ফ্রান্স।

সূত্র: আনাদোলু

ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে সদর দফতরে উড়বে ফিনল্যান্ডের পতাকা

0

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে মঙ্গলবার যোগ দিলে ফিনল্যান্ডের পতাকা উড়বে সদর দফতরের বাইরে।

ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের ঐতিহাসিক বৈঠকের প্রাক্কালে তিনি সাংবাদিকদের বলেছেন, ন্যাটোর ৩১তম নতুন সদস্য হিসেবে ফিনল্যান্ডকে আমরা স্বাগত জানাব।

গতবছর ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বাত্মক আগ্রাসন ইউরোপীয় নিরাপত্তাকে বিপর্যস্ত করে তুললে ফিনল্যান্ড ও তার প্রতিবেশী সুইডেনকে কয়েক দশকের জোট নিরপেক্ষ ভাবধারা থেকে সরিয়ে ন্যাটোর প্রতিরক্ষামূলক ছাতার ছায়াতলে অংশ নিতে আগ্রহী করে তোলে এবং দেশ দুটি আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আবেদন করে।

তুরস্ক এবং হাঙ্গেরির আপত্তির কারণে হেলসিঙ্কি ন্যাটোর সদস্য পদ প্রাপ্তির পথে বেশ কয়েক মাস অচলাবস্থার সৃষ্টি হয় এবং এখনো দেশ দু’টি সুইডেনের সদস্যপদ প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে গত সপ্তাহে আঙ্কারার সংসদ সদস্যরা ভোট দিয়ে ফিনল্যান্ডের সদস্যপদ প্রাপ্তির পথকে সুগম করে দেয়।

এক বছরের কম সময়ের মধ্যে অনুসমর্থন পেয়ে জোটের সদস্য পদ প্রাপ্তির প্রক্রিয়াটি সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম প্রক্রিয়া হয়ে উঠেছে। এখন ব্রাসেলসে ন্যাটো সদর দফতরের শেষ আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

ন্যাটোর প্রতিষ্ঠাতা ও চুক্তির রক্ষক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে আনুষ্ঠানিক যোগদানের কাগজপত্র হস্তান্তর করবেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং তার নতুন মিত্রদের পাশাপাশি দেশটির নীল-সাদা পতাকা উত্থাপিত হবে।

হেলসিঙ্কি জানিয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো সদস্যপদ প্রাপ্তির অনুষ্ঠানে বক্তৃতা দিবেন।

সূত্র : বাসস

দেশের জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে সরকার : দুদু

0

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লেছেন, এই সরকার দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে। দেশের জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে। আর সাংবাদিকদেরকে ভয় দেখিয়ে তাদের লেখার-বলার স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে। কর্তৃতবাদী, স্বৈরাচারী সরকারের কাছ থেকে কোনো কিছু পাব এটা আশা করা যায় না।

মঙ্গলবার (৪ মার্চ) এক মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকালসহ’ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দুদু বলেন, গত ১০ থেকে ১৫ বছর দেশে একটি শ্বাসরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু মতিউর রহমানের উপর প্রথম আক্রমণ আসে নাই। মাহমুদুর রহমানের উপর আক্রমণ এসে‌ছে। বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিক শফিক রেহমানের উপর আক্রমণ এসেছে। তিনি এমন আক্রমণের শিকার হয়েছেন যে এই বৃদ্ধ বয়সে দেশ ছেড়ে বিদেশে যেতে হয়েছে। তারপর পত্রিকা বন্ধ। আমার দেশ পত্রিকা, দিনকাল, দিগন্ত টিভি, ইসলামী টিভি বন্ধ করে দেয়া হয়েছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই দেশ যে জন্য স্বাধীন করা হয়েছিল সবকিছু আজ পদদলিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যেন একটি দলের হয়ে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা জীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি স্বৈরতন্ত্রের পক্ষ নিয়েছে। আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের সংগঠন এই স্বৈরতন্ত্রের সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, বিবৃতি দিচ্ছে।

‌তি‌নি ব‌লেন, জাতিসঙ্ঘ থেকে বলা হয়েছে ডিজিটাল আইন বাতিল করুন। আর আমাদের সরকার ও আইনমন্ত্রী বলেছে এটা বাতিল করার প্রয়োজন নেই। মানুষ খেতে পাচ্ছে না। এ কথা সাংবাদিকরা লিখতে পারবে না। কি ভয়ঙ্কর ব্যাপার। কাজ নাই, চাকরি নাই। আর এই কথা মানুষ বলতে পারবে না।

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ভালোই ভালো দাবিগুলো মেনে নেন। দাবি মেনে না নিলে যখন আন্দোলন শুরু হবে, বাতিল করা লাগবে না আপনারা পুরোটাই বাতিল হয়ে যাবেন, আপনাদের পুরোটাই পালাতে হবে।

আগুন নেভাতে দেরি হওয়ার কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি

0

তিনটি কারণে রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাইন উদ্দিন। পানি সংকট, উৎসুক জনতা ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বঙ্গবাজার সংলগ্ন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের সাংবাদিকের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাইন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।

এর আগে এদিন ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হলো টিকটক

0

সরকারি ডিভাইসে টিকটক বন্ধে পশ্চিমাদের পথেই হাটলো অস্ট্রেলিয়া। দেশটিতে টিকটক নিষিদ্ধ হলো।

মঙ্গলবার (৪ এপ্রিল) টিকটকে ব্যবহারে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিষেধাজ্ঞার ঘোষণা দিলো অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার।

নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পরামর্শ মোতাবেক ক্যানবেরার অ্যাটোর্নি-জেনারেল মার্ক ড্রেফুস নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, পদক্ষেপটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে।

তবে টিকটক অ্যাপের অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা মহাপরিচালক লি হান্টার বলেন, এই সিদ্ধান্তে আমরা হতাশ। আমাদের দৃষ্টিতে, সিদ্ধান্তটি রাজনীতি দ্বারা প্রভাবিত।

টিকটকের তথ্যমতে, এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ১৮ বা তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮৩ লাখ।

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন

0

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুর ১২টায় একটি গ্যাং কার (পরিদর্শন ট্রেন) ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করে। এর পর ছয় বগির একটি ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ায় যাচ্ছে। ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙ্গা জংশনে ফিরবে।

অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু, নাঈম রাজ্জাক, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

0

বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে জানান তিনি।

বাতাসের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, বিমান ও নৌবাহিনী ও বিজিবির চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ১টার পরে ব্রিফ করা হবে।

অটিজম আক্রান্তদের জন্য অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ার আহ্বান পররাষ্ট্র সচিবের

0

অটিজম আক্রান্তদের জন্য অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বাংলাদেশ, কাতার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের উদ্যোগে সোমবার (৩ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩: জীবনব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা শীর্ষক উচ্চ-পর্যায়ের সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বে ৭৫ মিলিয়নের অধিক মানুষ অটিজমে আক্রান্ত।এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে তাদের সুপ্ত প্রতিভাকে সর্বাধিক কাজে লাগাতে পারে এবং আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সে জন্য সম্মিলিতিভাবে কাজ করে যাওয়ার জন্য আজ আমরা আবারও আমাদের অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে গত এক দশকে অটিজম বিষয়ে সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ জন্য অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ মুখ্য ভূমিকা পালন করেছেন।

এ সময় পররাষ্ট্র সচিব প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়ন; সারা দেশজুড়ে ১০০ টিরও বেশি অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কেন্দ্র স্থাপন এবং এ সকল কেন্দ্রে কর্মরত কর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মহতি উদ্যোগের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব বলেন, আমাদের জাতীয় প্রচেষ্টার পাশাপাশি আমরা জাতিসংঘেও বিষয়টি নিয়ে কাজ করছি। সাধারণ পরিষদে এ সংক্রান্ত রেজুল্যুশন গ্রহণে আমরা গভীরভাবে কাজ করেছি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িক বন্ধ

0

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের ব্যারাকে। এরই জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে এ শঙ্কায় আগেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার।

উল্লেখ্য, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।