Home Blog Page 1606

শেষ রাতে আল আকসায় ইসরাইলি বাহিনীর হামলা; গ্রেফতার ৪০০ ফিলিস্তিনি

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী বুধবার (৫ এপ্রিল) ভোর রাতে মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসায় হামলা চালিয়েছে। বিপুল সংখ্যক দখলদার বাহিনীর এ হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়াও গ্রেফতার হয়েছে প্রায় ৪০০ জন।

প্রত্যক্ষদর্শী একজন ফিলিস্তিনি আইনজীবী ফিরাস আল জাবরনি সংবাদ মাধ্যমকে বলেন, মসজিদের ভেতর ও গেট থেকে প্রায় ৪০০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। এছাড়াও দখলদার বাহিনী মসজিদে উপস্থিত মুসল্লিদের লাঞ্ছিত করেছে। রাবার বুলেট ও বন্দুকের দ্বারা আক্রমণের ফলে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে। এসময় মসজিদ প্রাঙ্গনে কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি দখলদারদের হামলায় কয়েক ডজন মুসল্লী আহত হয়েছে ও মুসল্লিদের মসজিদ প্রাঙ্গনে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

সংস্থাটি থেকে আরও  জানায়, আহতদের জন্য রেড ক্রিসেন্টের এম্বুলেন্স পরিষেবা ঘটনাস্থলে পৌঁছাতে দেয়নি দখলদার বাহিনী। শুধু তাই নয় এম্বুলেন্স গুলো লক্ষ্য করেও আক্রমণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, মসজিদের ভেতরে আতশবাজি ফুটছে ও দখলদার ইসরাইলি পুলিশ মুসল্লিদের মারধর করছে।

এদিকে ইসরাইলি হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রকেট হামলা চালিয়েছে। যার অধিকাংশ আয়রন ডোম দ্বারা নিষ্ক্রিয় করা হলেও একটি রকেট ইসরাইলের কারখানায় আঘাত হানে।

অন্যদিকে ফিলিস্তিনি আন্দোলনের বিভিন্ন দলগুলো এ হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি এ হামলার মূল্য দিতে হবে বলেও সতর্ক করে দিয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, “আমরা পবিত্র স্থানগুলোতে সীমালংঘন করার জন্য দখলদার ইসরাইলকে সতর্ক করছি। যা একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।”

জর্ডান ও মিশর পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে। উভয় দেশই এ অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য সাম্প্রতিক মার্কিন সমর্থিত প্রচেষ্টায় জড়িত রয়েছে।

উল্লেখ্য, রমজান মাস ও গত বছর থেকে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটির সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। যা এই অঞ্চলে উত্তেজনা ও উদ্বেগ বৃদ্ধি করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও আল আরাবিয়া

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রীর

0

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। বঙ্গবাজারে যারা ফায়ার সার্ভিসের অফিসে হামলা ও কাজে ব্যাহত করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি। দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ কোটি টাকার চেক অর্থ বিভাগের কাছে তুলে দেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

অতিরিক্ত মজুতের কারণে আগুন স্থায়ীভাবে নেভাতে দেরি হচ্ছে

0

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এনেক্সকো টাওয়ারের প্রতিটি দোকানেই নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত পণ্য মজুত ছিল। যে কারণে আগুন স্থায়ীভাবে নেভানো যাচ্ছে না। তবে পুরো পরিস্থিতিই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফের আগুনের সূত্রপাত হওয়ার আশঙ্কা নেই।

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সার্বিক অবস্থা এবং ফায়ার সার্ভিসের বর্তমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল সারাদিন এবং সারারাত পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছেন এবং এখনও তা অব্যাহত রয়েছে। তবে দোকানগুলোতে অতিরিক্ত পণ্য মজুতের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পোহাতে হচ্ছে। তারা আগুনের উৎসের কাছাকাছি যেতে পারছেন না। এজন্য কিছুটা সময় লাগছে। যে কারণে মাঝেমধ্যেই ধোঁয়া দেখা যাচ্ছে।

এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, এই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে পানি স্বল্পতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ১৪টি পাম্প সেট করে পানি আনতে হয়েছে। এছাড়া আর অন্য কোথাও থেকে পানি আনা সম্ভব হয়নি।

বাড়তে পারে দিনের তাপমাত্রা

0

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ে হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

২৪ ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি বঙ্গবাজারের আগুন

0

২৪ ঘণ্টা পরও রাজধানীর বঙ্গবাজারের আগুন এখনও পুরোপুরি নেভেনি। কিছু কিছু জায়গায় এখনও থেমে থেমে আগুন জ্বলছে।

মূল আগুন নিয়ন্ত্রণে এলেও বুধবার (৫ এপ্রিল) সকালে বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারসহ বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানেই আগুন ও ধোঁয়া দেখছেন সেখানেই পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, খোলা জায়গায় আগুন না থাকলেও এনেক্সকো টাওয়ারের ৫ থেকে ৭ তলায় কিছুটা আগুন থাকতে পারে। আমরা সেটি নির্বাপন করছি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল মারা গেছেন

0

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান মার গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আগামীকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে তার মরদেহ।

বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালীন রোকিয়া আফজালের বয়স হয়েছিল ৮২।

বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা এই সভাপতি মৃত্যুর আগ পর্যন্ত মিডিয়া স্টারের পরিচালক শেয়ারহোল্ডার ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।

তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

রাজধানীর মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৯০০ পিস ইয়াবা, ২৬ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা, ১০১ গ্রাম ২৪৬ পুরিয়া হেরোইন ও ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের অভিনন্দন

0

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশর বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা।

গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দগণ বলেন, কোরআনের পাখি তাকরীম বিশ্বজয় করেছে। দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে লাল-সবুজের পতাকাকে আরও মর্যাদা পূর্ণ করেছে। যা দেশবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। মহান আল্লাহ যেন হাফেজ সালেহ তাকরীমকে দ্বীনের আরও বড় বড় খেদমতের জন্য কবুল করেন।

নেতৃবৃন্দগণ আরও বলেন, আমরা তার শিক্ষক, পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।

সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ ৩ পাচারকারী আটক

0

যশোরের শার্শা উপজেলার সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক এলাকা থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৫ এপ্রিল) খুলনা ২১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ওই এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়। এ সময় চোরাচালানি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুছ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩) ও নড়াইলের লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০)।

বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে কায়বা সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক সোনার বার ভারতে পাচার হবে এমন খবরে বিজিবি অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন পাচারকারীকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। পরে বিজিবি ধাওয়া করে তাদের আটক করে।

লে. কর্নেল তানভীর রহমান বলেন, মোটরসাইকেল বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশির কৌশলে লুকিয়ে রাখা ৬১টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা। আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনার বার ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

আমার ওপর তদন্তের হামলা চালানো হয়েছে : ট্রাম্প

0

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার ওপর তদন্তের হামলা চালানো হয়েছে। ডেমোক্র্যাটসরা (জো বাইডেনের দল) আমার ক্যাম্পেইনের ওপর নজরদারি চালিয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লোরিডার মার-এ-লাগোয় নিজ সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এর আগে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘মুখ বন্ধ রাখতে’ স্টরমি ড্যানিয়েলস নামের এক অশ্লীল সিনেমার অভিনেত্রীকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া সংক্রান্ত মামলায় হাজিরা দিতে মঙ্গলবার নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে উপস্থিত হন ট্রাম্প। তবে আদালতের কাছে নিজের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সবগুলোই অস্বীকার করেছেন তিনি।

ট্রাম্প বলেন, একমাত্র অপরাধ আমি যেটি করেছি, সেটি হলো যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় তাদের কাছ থেকে দেশকে নির্ভয়ে রক্ষা করেছি।

নিউইয়র্কের ম্যানহাটন আদালতের জেলা অ্যাটর্নি আলভিন ব্রাগকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আলভিন ব্রাগ একজন ক্রিমিনাল। তার বিচার হওয়া উচিত অথবা তার পদত্যাগ করা উচিত। আমার বিরুদ্ধে আনা অভিযোগের তথ্যগুলো মিডিয়ায় ফাঁস করেছেন তিনি।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, জেলা অ্যাটর্নির অফিসের একটি ওয়েবপেইজও ছিল। যারা আমার বিরোধী ছিলেন তারা সেখানে বৈঠক করতেন।