Home Blog Page 1640

আগামীকাল জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি

0

সরকারের পদত্যাগ, নিরপেক্ষর সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা জেলা ছাড়া দেশের বাকি জেলাগুলোয় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা নেতৃত্ব দিতে ইতোমধ্যে ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ১০ টিম ১০টি সাংগঠনিক বিভাগে পৌঁছে গেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১০ টিমে ৬৭ জন নেতা ৬৭টি সাংগঠনিক জেলায় পদযাত্রার নেতৃত্ব দেবেন। ঢাকা জেলা ছাড়া দেশের বাকি জেলাগুলোয় আগামীকাল পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকায় এ কর্মসূচি রোববার পালন করা হবে।

বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দল কাল শনিবার কয়েটি বিভাগে পদযাত্রা করবে। এর মধ্যে সিলেটে গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টায় পদযাত্রা করবে।

আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি : মাওলানা ইউনুছ আহমাদ

0

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায়। আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশের মানুষ বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি চায়। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে। ফলে দেশে সঙ্কট মারাাত্মক আকার ধারণ করছে।

থানা সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইঞ্জিনিয়ার জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, সদস্য হাজী মুহাম্মাদ মানোয়ার খান, নির্মাণ শ্রমিকনেতা আলহাজ্ব নজরুল ইসলাম, সমাজসেবক খন্দকার মাহমুদুল হাসান। মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তাদের দেশে টাকা রাখার জায়গা নেই, তারা বিদেশে টাকা পাচার করছে।

দেশ বা সরকার সংকটে নেই, সংকটে রয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বা বাংলাদেশ কোনো সংকটে নেই। বরং ভয়াবহ সংকটে রয়েছে বিএনপি। বহুমাত্রিক সংকটে পর্যুদস্ত বিএনপি এখন জনগণ দ্বারা লাল কার্ড খেয়ে রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম অর্থনীতি ধ্বংসের কথা বলেছেন! তিনি কিছু দিন পূর্বে ‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’ বলে মন্তব্য করেছিলেন। আজ তাদের সেই পেয়ারে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কী? আর তার বিপরীতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনৈতিক অগ্রগতির সুবর্ণধারা রচনা করেছিল ২০০১-২০০৬ সময়কালে বিএনপি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সেই অর্থনৈতিক অগ্রগতির ধারাকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছিল। আজ অর্থনৈতিক সংকট নিয়ে বিএনপির কথা বলা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আজ সারা বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানবসভ্যতার জন্য হুমকিস্বরূপ এ সংকটকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপতৎপরতা চালাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের যে কষ্ট হচ্ছে আমরা সবাই তা জানি। জনগণের কষ্ট লাঘবের জন্যই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা সব দুর্যোগে ও সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট থেকেছে। অন্যদিকে বিএনপি সংকটকে পুঁজি করে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত থেকেছে, জনদুর্ভোগকে ঘনীভূত করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জাতির কাণ্ডারি হিসেবে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কার্যকরী পদক্ষেপ গ্রহণের ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিগত সময়ের সব সংকট উত্তরণে সফল হয়েছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

0

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জনসভায় দেয়া একাধিক বক্তব্যে দেশটির বিচারবিভাগ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে রানা সানাউল্লাহর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী একটি আদালতের বিচারক রানা জাহিদ এই পরোয়ানা জারি করেন। পাক পররাষ্ট্রমন্ত্রীকে আগামী ৭ মার্চ হাজির আদালতে হাজির করার নির্দেশ দেন।

মামলার এফআইআর-এ বলা হয়েছে যে, ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ জানুয়ার পর্যন্ত রানা সানাউল্লাহ বিচার বিভাগের কাজ বন্ধ করার এবং পাঞ্জাব পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যার হুমকি দিয়েছিলেন।

শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ জারি করেছেন। পাশপাশি আদালত আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ৭ মার্চের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন।

সূত্র : জিয়ো নিউজ

পরিবার ও সমাজ গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য : স্পিকার

0

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় জীবনে এবং পরিবার ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, সংসার পরিচালনা থেকে শুরু করে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ও উদ্যোক্তা হিসেবে সকল ক্ষেত্রেই নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। নারীদের এই চলমান অগ্রযাত্রা প্রসারিত করতে ওয়াও ফেস্টিভ্যাল সহায়ক ভূমিকা রাখবে।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অদম্য নারীদের উৎসব ‘উইমেন অব দ্যা ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বাংলাদেশ (ওয়াও ফেস্টিভ্যাল)’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় স্পিকার উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। পাসপোর্টে মায়ের নাম লিপিবদ্ধকরণ, স্থানীয় সরকারে নারীদের প্রতিনিধিত্বকরণ, বিধবা ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা, নারী শিক্ষায় ব্যাপক অগ্রগতি, ছয় মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ইত্যাদি নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, শিল্প-সাহিত্যসহ সকল ক্ষেত্রেই নারীরা আজ সফল। পোশাকশিল্প খাতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে আজ এ খাতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবেও নারীরা আজ অদম্য গতিতে এগিয়ে চলেছে।

আলিয়া মাদরাসার কারিকুলাম আন্তর্জাতিক মানসম্মত: শিক্ষা উপমন্ত্রী

0

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাদরাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্ব প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত প্রচেষ্টায় সারাদেশে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৮০০ মাদরাসার ভবন তৈরির কাজ চলছে। মাদরাসা শিক্ষা নিয়ে যারা নোংরা রাজনীতি করছে, তারা দেখাতে পারবে না ১০০ কোটি টাকার কাজও করেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ স্কুল-কলেজ-মাদরাসায় সমানভাবে দেওয়ার চেষ্টা করি। জ্ঞান ও ধর্মীয় মূল্যবোধের বিষয়টা মাদরাসাতেই বেশি পাওয়া যায়। মাদরাসা শিক্ষাটা শুরুই হয়েছিল ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। তবে সেখানে তিনটি বিষয় সংযুক্ত করে শিক্ষাটাকে সমমান করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে- আমার দেশের বিশাল জনগোষ্ঠী, মা-বাবা তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মাদরাসায় পাঠায়। তবে তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য আলিয়া মাদরাসার কারিকুলাম সৃষ্টি হয়েছে, সেটা আন্তর্জাতিক মানসম্মত। তবে কওমি মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস ফাইভ কিংবা এইটের মর্যাদা পাচ্ছে কিনা আমরা জানি না। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। যাতে শিক্ষার্থীরা সমমানের মর্যাদা পায়।

সরকার জাতিকে ‘কুশিক্ষা’ দিয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছে : মঈন খান

0

বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নতুন সিলেবাস বা পাঠ্যক্রম নিয়ে ছিনিমিনি খেলা করা হচ্ছে। তবে প্রশ্ন হলো, কার প্ররোচনায় করা হচ্ছে? তা জানা দরকার।

তিনি বলেন, শিক্ষার নামে আমরা অশিক্ষা ও কুশিক্ষা গ্রহণ করছি। যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের পরিণতি কী হবে! তাহলে কি সরকারের উদ্দেশ্য অশিক্ষা ও কুশিক্ষা দিয়ে দেশ ধ্বংস করা?

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, শিক্ষা জিনিসটা আসলে কী, সেটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমি মনে করি, আদিম সমাজে হাজার বছর আগে মানুষ যেভাবে বসবাস করত আর আজকের সভ্য সমাজে যেভাবে বসবাস করে—এ দুইয়ের মধ্য যে ব্যবধান, তা-ই শিক্ষাব্যবস্থা। এবং শিক্ষা মানুষকে পরিবর্তিত করেছে। জঙ্গলে বসবাস করা আদিম মানুষকে আজকের সভ্য সমাজে নিয়ে এসেছে—এটাই শিক্ষার মূল কথা। আজকে সরকার কোন শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে, সেটা প্রত্যেক নাগরিকের প্রশ্ন।

তিনি বলেন, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এক হাজারটির মধ্য আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে নাম নেই। কিন্তু প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫০ থেকে ৭৫টি বিশ্ববিদ্যালয় আমেরিকার। এর দ্বারা প্রমাণিত, আমেরিকা অর্থ ও শিক্ষা সবক্ষেত্রে শক্তিশালী।

সভায় নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ কামরুল আহসান। স্বাগত বক্তব্য দেন মোহাম্মাদ নুরুজ্জামান। অ্যাডভোকেট পারভেজ হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, অধ্যক্ষ আবদুল আজিজ, সাইফুর রহমান মিহির, এম জহির আলী, নেসার আহমেদ নান্নু প্রমুখ।

হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির জামিনে মুক্তি পেয়েছেন

0

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) তিনি কারাগার থেকে মুক্তি পান।

২০২১ সালের ২১ জুন মাওলানা নাছির উদ্দীন মুনিরকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়।

অর্থ সংকটে স্থগিত হলো শ্রীলঙ্কায় স্থানীয় নির্বাচন

0

অর্থনৈতিক সংকটের কারণে প্রয়োজনীয় তহবিল না মেলায় অবশেষে স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এক বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের পর এক লিখিত ঘোষণায় কমিশনের পক্ষ থেকে বলা হয়, তহবিল সংকট চলার কারণে পূর্বনির্ধারিত দিন আগামী ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন ও ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না। নির্বাচনের পরবর্তী সময়সূচি ৩ মার্চ জানিয়ে দেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রয়োজনীয় তহবিলের জন্য আমরা ইতোমধ্যে (পার্লামেন্টের) মাননীয় স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের মোবাইল ফোন ছিনতাই

0

কিছু বুঝে ওঠার আগেই গাড়ির জানালা দিয়ে হঠাৎ করে ছিনতাই হয়ে গেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের মোবাইল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর সিদ্দিকী নাজমুল ফেসবুকে লিখেছেন, মোবাইলটা উত্তরা থেকে গাড়ির জানালা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে। আমার ০১৯৪৯৯… নম্বর থেকে কিংবা হোয়াটস অ্যাপে মেসেজ কিংবা কল পেলে রেসপন্স করবেন না প্লিজ।

এদিকে রাজধানী ঢাকায় ছিনতাই এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। রাজধানীর প্রায় সকল এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ অবস্থায় নগরবাসীকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ছয় মাসে ৫৯টি অভিযান চালিয়ে ২০৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।