Home Blog Page 1641

হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী

0

হৃদরোগের সকল চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। এই রোগের চিকিৎসায় এখন আর দেশের বাইরে যেতে হয় না। শতকরা ৯৫ ভাগ চিকিৎসা দেশেই হচ্ছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্টারভেনশনাল অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।

প্রতি হাজারে ১০ জন শিশু হৃদরোগে ভুগছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে মোট মৃত্যুর ২৭ ভাগ হৃদরোগে হয়ে থাকে। এর জন্য দায়ী হলো আমাদের খাদ্যাভ্যাসের ঠিক না থাকা, ধূমপান করা ও কায়িক শ্রম না করা। আমাদেরকে শুধু হৃদরোগ চিকিৎসা নয়, আমাদেরকে প্রতিরোধেও নজর দিতে হবে।

শেখ হাসিনা বলেন, যেসব রোগের চিকিৎসা দেশের বাইরে করতো হতো, সেগুলো এখন দেশেই হচ্ছে। কিডনি, লিভার, বনম্যারোসহ জটিল সব চিকিৎসা দেশেই হচ্ছে। আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সারাদেশে ৬০০টি হাসপাতাল, হৃদরোগ, বক্ষব্যাধি হাসপাতাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য সেবায় আমরা ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছি, সেগুলোতে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের চিকিৎসা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এমিরেটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই : আইজিপি

0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা কীভাবে পালন করতে হয় সে বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবনের ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করল ভ্যাটিকান

0

ভ্যাটিকান ও ওমান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। ফলে আরব মুসলিম দুনিয়ার সাথে পোপের আনুষ্ঠানিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ জানায়, তারা পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বাড়াতে চায় এবং রাষ্ট্রদূতদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

রোম পরিবেষ্টিত সার্বভৌম নগর-রাষ্ট্র ভ্যাটিকানের এখন সৌদি আরব ছাড়া আরব উপদ্বীপের প্রতিটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।

সূত্র : মিডল ইস্ট মনিটর

জেলেনস্কির নতুন হুঙ্কার

0

দীর্ঘ এক বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। চলমান এই সংঘাতের এখনও কোনও শেষ দেখা যাচ্ছে না। আর এই মধ্যেই ইউক্রেনের লড়াকু প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘সবাইকে পরাজিত করার’ হুংকার দিয়েছেন। অন্যদিকে রাশিয়া এবং তার যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত বিশ্ব নেতারা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার একটি ভিডিওবার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন: আমরা শক্তিশালী। আমরা যেকোনও কিছুর জন্য প্রস্তুত। আমরা সবাইকে পরাজিত করব।

এক বছর আগে রাশিয়ার আগ্রাসন শুরুর কথা স্মরণ করে জেলেনস্কি বলেন, এভাবেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখটি শুরু হয়েছিল। সেটি আমাদের জীবনের দীর্ঘতম দিন। আমাদের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন দিন। আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি এবং তারপর থেকে ঘুমাইনি।

বিএনপির হাত ধরে দেশে গণতন্ত্র ফিরে আসবে: নজরুল ইসলাম খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছে, তাদের উজ্জীবিত করছে। তাদের নিয়ে লড়াই করে বিজয়ী হতে চাচ্ছে। এই কৌশল সঠিক, এতে আমরা বারবার বিজয়ী হয়েছি।

তিনি বলেন, বিএনপির হাত ধরে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। এবারও ফিরে আসবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপিপি আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন। সঞ্চালনা করে সংগঠনটির সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী। এসময় বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

আবারও ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

0

আবারও ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬ দশমিক ৮।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে পশ্চিম ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে এ ভূকম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

ভূকম্পের উৎপত্তিস্থল আচেহ প্রদেশের উপকূলীয় জেলা সিংগিলের ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

ভূকম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভৌগলিক অবস্থার কারণে ইন্দোনেশিয়া বেশ ভূমিকম্পপ্রবণ দেশ। এই দেশে সুনামির ঘটনাতে ব্যাপক প্রাণহানি হওয়ার নজিরও রয়েছে।

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

0

আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মুহাম্মাদ মামুনুর রশিদ ইন্তিকাল করেছেন। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটি কামারী গ্রামে।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তিকাল করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষী সার্জেন্ট মামুনুর রশিদের মরদেহ দ্রুত দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।

২০২২ সালের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো গিয়েছিলেন সার্জেন্ট মামুনুর রশিদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু এবং ২৩২ জন সেনাসদস্য আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার আটটি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাঁদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাস; ভোট দেয়নি বাংলাদেশ

0

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় বছরে গড়াল।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রতিবেশী দুই দেশে যুদ্ধ বন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভোটাভুটি হয়েছে। এতে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ১৪১ দেশ ভোট দেয়।

প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশসহ ৩২ দেশ। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো- ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ। দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।

সাবেক সোভিয়েত রাশিয়াভূক্ত কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও এ প্রস্তাবের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান প্রকাশ করেছে।

আরও ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের উত্তর কোরিয়া

0

এবার সামরিক মহড়ার অংশ হিসেবে আরও চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, শত্রু দেশের পারমাণবিক আক্রমণ প্রতিহত করতে ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি করা হয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ওয়াশিংটন ডিসিতে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে। এর মধ্যেই নিজেদের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

বিমানের টয়লেটের আয়নার পেছন থেকে উদ্ধার হলো ৪০ সোনার বার

0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা যায়।

কাস্টমস জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে শাহজালাল বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশি চালানো হয়।

তিনি জানায়, মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটটির টয়লেটের আয়নার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। এসব সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।