মঙ্গলবার, মে ২০, ২০২৫

জেলেনস্কির নতুন হুঙ্কার

spot_imgspot_img

দীর্ঘ এক বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। চলমান এই সংঘাতের এখনও কোনও শেষ দেখা যাচ্ছে না। আর এই মধ্যেই ইউক্রেনের লড়াকু প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘সবাইকে পরাজিত করার’ হুংকার দিয়েছেন। অন্যদিকে রাশিয়া এবং তার যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত বিশ্ব নেতারা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার একটি ভিডিওবার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন: আমরা শক্তিশালী। আমরা যেকোনও কিছুর জন্য প্রস্তুত। আমরা সবাইকে পরাজিত করব।

এক বছর আগে রাশিয়ার আগ্রাসন শুরুর কথা স্মরণ করে জেলেনস্কি বলেন, এভাবেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখটি শুরু হয়েছিল। সেটি আমাদের জীবনের দীর্ঘতম দিন। আমাদের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন দিন। আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি এবং তারপর থেকে ঘুমাইনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img