Home Blog Page 1642

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

0

জনসভায় যোগ দিতে আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ার মানুষের মধ্যে আনন্দ উৎসব চলছে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম জানান, জনসভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১৩১ গ্রাম হেরোইন, ৬ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

সব দলের লিয়াজোঁ কমিটির সঙ্গে আজ বিএনপির বৈঠক

0

যুগপৎ আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে সব দলের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিকেলে বৈঠকে বসবে বিএনপি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াজোঁ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে গত ২৪ ডিসেম্বর থেকে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করছে বিএনপি।

রাশিয়ার সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের

0

ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধে আবারও জাতিসংঘে প্রস্তাব পাস হয়েছে। এতে ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রথম বার্ষিকীতে বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতিসংঘে বিশেষ অধিবেশন বসে। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রুশ অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। একইসঙ্গে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে রাশিয়াকে আহ্বান জানানো হয়।

জাতিসংঘ সনদের নীতির অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী ইউক্রেনে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা শীর্ষক রেজুল্যুশনটি পাস হয় চলতি সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে। এতে ভোটাভুটিতে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্যের সমর্থন পায় কিয়েভ।অন্যদিকে বেলারুশ, সিরিয়িাসহ প্রস্তাবের বিরোধিতা করে সাত সদস্য রাষ্ট্র। এছাড়া বাংলাদেশ, ভারত ও চীনসহ ৩২টি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল

দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ছয়টি বড় প্রস্তাব পাশ হয়েছে। বৃহস্পতিবার পাশ হওয়া প্রস্তাবটিকে নন-বাইডিং রেজুল্যুশন বলা হচ্ছে। এর অর্থ, এটি মানার ক্ষেত্রে কোনো দেশের ওপর আইনগত বাধ্যবাধকতা নেই।

এদিকে ইউক্রেনে রুশ হামলা বিশ্ব বিবেকের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) সাধারণ পরিষদের বৈঠকে তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতাকে রীতিমতো উসকে দিয়েছে মস্কো। এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের কড়া সমালোচনা করেন গুতেরেস।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শেষ; আজ ফলাফল

0

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) বর্জনের মধ্যে দিয়ে ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন শেষ হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাদ জুমা ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে, গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ শেষে রাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। আর রাত ১০টার দিকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, দু’দিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে ৯ হাজার ২৪৩ আইনজীবী তাদের ভোট প্রদান করেন। তবে নীল প্যানেল ভোটে অংশ না নেওয়ায় নির্বাচন নিয়ে আগ্রহ অনেকটাই কম দেখা গেছে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার লাইনে ভোটারদের জটলাও অনেক কম ছিল।

প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, বুধবার প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোট দিয়েছেন। তবে নির্বাচনে অনিয়ম ও ভোটের হিসেবে গড়মিলের অভিযোগ তুলে রাতেই ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল।

নির্বাচন বর্জনের বিষয়ে নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, দুই দিনব্যাপী নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৫টায়। এ সময় ১৪টি কাউন্টারে হিসাব করে দেখা যায় মোট ৪ হাজার ২৩টি ভোট পড়েছে। তবে এরপর প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু ৫ হাজার ২৮টি ভোট পড়ার কথা জানান। আমরা প্রত্যেক কাউন্টার থেকে আলাদাভাবে ভোটের হিসাব মিলিয়ে দেখার দাবি করি।

তিনি জানান, তখন নির্বাচন কমিশন সেই হিসাব দিতে রাজি হয়নি। এমনিতে সারাদিন চোখের সামনে অনেক অনিয়ম দেখেছি। এখন একদিনেই যদি এক হাজারের বেশি ভুতুড়ে ভোট পড়ে, তাহলে তো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অর্থ হয় না। তাই আমরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

প্যানেলের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) দ্বিতীয় দিনের ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি এ নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানান তিনি।

করোনা: ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, মৃত্যু আরও সাড়ে ৯ শতাধিক

0

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে নয় শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে এক লাখ দুই হাজারে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তাইওয়ান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ কোটি ৯২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ লাখ ৯৫ হাজার।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৯২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯২ লাখ ৮৯ হাজার ১২৩ জনে।

ফিলিস্তিন সমস্যা সমাধান সৌদিকে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করতে বললেন নেতানিয়াহু

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েল ও সুন্নি রাষ্ট্র সৌদি আরব একে অপরের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে ফিলিস্তিন ও বৃহত্তর আরব বিশ্বের সাথে সংঘর্ষের অবসান ঘটবে।”

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেল আবিবে হার্টগ জাতীয় নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি মনে করি আমাদের ওপরে হাত থাকলে আমরা শান্তির বৃত্ত প্রসারিত করতে পারি। আমরা শান্তির বৃত্ত সৌদি আরবে প্রসারিত করতে পারলে এটিই প্রকৃতপক্ষে আরব-ইসরায়েল দ্বন্দ্বের অবসান ঘটাবে। অর্থাৎ ফিলিস্তিনি সমস্যা সমাধানের জন্য আমাদের ভেতর থেকে কাজ করতে হবে না”

নেতানিয়াহু বলেন, “আমি বিশ্বাস করি যে, সৌদি সরকার যদি সিদ্ধান্ত নেয় যে তারা আনুষ্ঠানিকভাবে এর অংশ হতে চায় তাহলে আমরা একটি অগ্রগতি অর্জন করতে পারব।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইসরায়েল ও আরব দেশগুলির মধ্যে স্বাভাবিককরণ চুক্তি ইরানের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, সৌদি আরব ও দখলদার ইসরায়েলের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই। সৌদি কর্তৃপক্ষ তাদের সরকারি অবস্থান বজায় রেখেছে যে, ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক দশক ধরে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি ও মিডল ইস্ট মনিটর

অনুকূল পরিবেশ থাকলে রাজনীতি করবেন খালেদা জিয়া : বিএনপি

0

দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে আইনমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, অনুকূল পরিবেশ তৈরি হলে অবশ্যই রাজনীতি করবেন। তারা (সরকার) বিভিন্ন সময়ে (খালেদার রাজনীতি করার সুযোগ নিয়ে) বিভিন্ন বক্তব্য দিচ্ছে। তারা বিষয়টি নিয়ে একটি ধোঁয়ার পর্দা তৈরি করছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে টুকু এসব কথা বলেন।

টুকু বলেন, প্রধানমন্ত্রী একবার হুমকি দিয়েছিলেন, খালেদা জিয়া রাজনীতি করলে তাকে আবার কারাগারে পাঠানো হবে। এখন তার আইনমন্ত্রী বলছেন, খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই। আপনারা (সাংবাদিকরা) বলুন আমরা কোনটা মেনে নেব।

খালেদা জিয়াকে নিয়ে মন্ত্রীরা কী বলছেন তাতে তারা আগ্রহী নন বলেও জানান এই বিএনপি নেতা।

তিনি বলেন, আমি মনে করি এটি একটি তুচ্ছ বিষয়। বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন, রাজনীতির ময়দান থেকে নেতা হয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন… অনুকূল পরিবেশ তৈরি হলে বেগম খালেদা জিয়া অবশ্যই রাজনীতি করবেন।

তিনি আরো বলেন, খালেদার রাজনীতি করার অধিকার নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা পরস্পরবিরোধী মন্তব্য করায় সরকার কী বোঝাতে চায় তা মানুষ বুঝতে পারছে না।

তিনি বলেন, বিএনপি এ বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্য নিয়ে কম চিন্তিত।

এর আগে রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন রাজনীতিতে অংশ নিতে পারেন, কিন্তু দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা হয়েছে।

তিনি রাজনীতি করলে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেছিলেন, তিনি রাজনীতি করবেন কি করবেন না, এটি তার ব্যক্তিগত বিষয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার স্বাস্থ্য খারাপের কথা বিবেচনা করে মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাজা স্থগিত করেছেন।

সূত্র : ইউএনবি

আমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে : খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের জন্ম কীভাবে হয়েছে তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের জন্য গর্বের।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মুহাম্মাদ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে তার নওগাঁ সফরকালে চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণ ও জবই বিল প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই কথা রেখেছেন।

তিনি বলেন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ থেকে পাস করে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মজীবন শুরু করছেন। তারা দেশের সেবায় অবদান রাখছেন।

চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর শহিদুল ইসলাম, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আবু এরফান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের ৪ তলা নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করেন।

ডিএমপির ১০ পরিদর্শককে বদলি

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।