চলতি বছরেই আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র “সারমাট” মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে এই ঘোষণা দিলেন তিনি।
তরল-জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র “আরএস-২৮” ও “সারমাট সতান-২” ক্ষেপণাস্ত্রের আদলে বানানো হয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা।
প্রেসিডেন্ট পুতিন ২০১৮ সালে রাশিয়ার আন্তঃমহাদেশীয় এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ব্যাপারে প্রথম ঘোষণা দিয়েছিলেন। গত বছর এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, চলতি সপ্তাহের শুরুর দিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের আগ মুহূর্তে রাশিয়া “সারমাট” ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল বলে ধারণা করা হয়। তবে সেই পরীক্ষা ব্যর্থ হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সারমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে কোনও মন্তব্য করেনি।