Home Blog Page 1644

পাকিস্তানকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে চীন

0

পাকিস্তানের মিত্র চীন সরকার ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে। আশা করা হচ্ছে অনুমোদিত অর্থ এই সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে।

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার গনমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।

পাক অর্থমন্ত্রী এক টুইটার বার্তায় বলেন, “ঋণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাকিস্তানের জন্য ৭০০ মিলিয়ন ডলার ঋণের সুবিধা অনুমোদন করেছে। আশা করা যাচ্ছে অনুমোদিত অর্থ এই সপ্তাহে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে আসবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াবে।”

পাকিস্তানে সরকার ইতিমধ্যে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় দেশে কঠোরতা আরোপ করেছে। বেশ কিছু বিষয়ে অভিযান চলছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এ কঠোরতায় মন্ত্রী, উপদেষ্টা ও আমলারাও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: কেপি

গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান।

শেখ হাসিনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গণসংযোগ কর্মকর্তা রাশেল রানা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেলুন ও পায়রা উড়াবেন।

শেখ হাসিনা বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধনের পর ব্রি’র ইনোভেশনস পরিদর্শন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

পারমাণবিক বাহিনীকে আরও শক্তিশালী করার হুমকি দিলো পুতিন

0

আমেরিকার সঙ্গে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত “নিউ স্টার্ট” চুক্তি স্থগিতের একদিন পরই পারমাণবিক বাহিনীকে শক্তিশালী করার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আগের মতো, আমরা আমাদের আকাশ, স্থল এবং সমুদ্রভিত্তিক পারমাণবিক শক্তি বৃদ্ধির দিকে নজর দেব।

প্রেসিডেন্ট পুতিন আরও ঘোষণা দিয়েছেন, একাধিক ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামারাত মোতায়েন করা হবে। তিনি এবারই প্রথমবারের মতো এমন কথা জানালেন।

এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণাও দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, আমরা আকাশভিত্তিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রভিত্তিক জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপক হারে উৎপাদন অব্যাহত রাখব।

এদিকে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ২০১০ সালে নিউ স্টার্ট চুক্তি হয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশই পারমাণবিক অস্ত্র উৎপাদন একটি নির্দিষ্ট সংখ্যায় রাখার ব্যাপারে সম্মত হয়েছিল। এছাড়া ওই চুক্তি অনুযায়ী, রাশিয়া এবং আমেরিকা একে-অপরের পারমাণবিক অস্ত্র রাখার স্থান পরিদর্শন করার সুযোগ পেত।

সূত্র: দ্য গার্ডিয়ান

সৌদির সাথে সম্পর্ক প্রতিষ্ঠা হলে ইসরাইল-আরব সংঘাতের অবসান ঘটবে : নেতানিয়াহু

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হলে ফিলিস্তিনি ও বৃহত্তর আরব দুনিয়ার সাথে ইসরাইলের সংঘাতের অবসান ঘটবে বলে অভিমত প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (২২ ফেব্রুয়ারি) তেল-আবিবে হারটগ ন্যাশনাল সিকিউরিটি কনফারেন্সে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, আমরা ভালো অবস্থানে থাকলে শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারব। আর সৌদি আরবের সাথে শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারলে আমি মনে করি আমরা আসলেই আরব-ইসরাইলী সংঘাতের অবসান ঘটাতে পারব।

তিনি বলেন, সৌদি নেতৃত্ব যদি আনুষ্ঠানিকভাবে তা চায়, তবে আমরা এ ধরনের অবস্থায় পৌঁছাতে পারব। আর অনানুষ্ঠানিকভাবে তারা ইতোমধ্যেই এর অংশে পরিণত হয়েছে।

নেতানিয়াহু ইরান এবং এই অঞ্চলে দেশটির প্রভাব দমনের লক্ষ্যে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরাইল মনে করে যে এই অভিন্ন লক্ষ্যেই সে বৃহত্তর আরব দুনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে।

আব্রাহাম অ্যাকর্ডের পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইতোমধ্যেই ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে, তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। কিন্তু নেতানিয়াহু জোর দিয়ে বলেন, সৌদি আরব এখনো এই প্রক্রিয়ার সাথে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

এবার তাজিকিস্তানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর এবার ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূম্পিকম্প আঘাত হেনেছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলের মুরগব এলাকায় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। আমিরিকার ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা এ তথ্য জানিয়েছে।

এটি চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তবর্তী মুরগব হচ্ছে কম জনবহুল এলাকা, যা পামির পর্বতমালা ও সারেজ হ্রদবেষ্টিত। সারেজ হ্রদটি তাজিকিস্তানের বড় হ্রদগুলোর মধ্যে একটি। ১৯১১ সালে ভূমিকম্পে এই হ্রদের উৎপত্তি।

তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার।

জানা গেছে, আফগানিস্তান ও চীন সীমান্তের পূর্বাঞ্চলে আধা স্বায়ত্তশাসিত গোর্নো-বাদাখসান ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে। ছোট পাহাড়ি শহর মারঘোব থেকে গোর্নো-বাদাখসানের দূরত্ব ৬৭ কিলোমিটার।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

আমেরিকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত; নিহত ৫

0

আমেরিকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। “সিটিইএইচ” নামে স্থানীয় একটি পরিবেশগত পরামর্শক সংস্থার পাঁচ কর্মী প্রাণ হারিয়েছেন। বিমানটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় আরকানসাসের রাজধানী শহর লিটল রকের একটি শিল্প এলাকার বাইরে বিমানটি বিধ্বস্ত হয়।

পুলাস্কি কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র লেফটেন্যান্ট কোডি বার্ক এপিকে জানিয়েছেন, দুই ইঞ্জিনের ওই বিমানটি বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে কয়েক মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটিতে পাঁচ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বিমানটি বজ্রঝড়ের কবলে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।

আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গাজীপুরে যাচ্ছেন। সেখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গণসংযোগ কর্মকর্তা রাশেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে গৌরব ও সাফল্যের ৫০ বছরপূর্তি উপলক্ষে বেলুন ও পায়রা উড়াবেন।

তিনি আরো জানান, সরকারপ্রধান বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধনের পর ব্রি’র ইনোভেশনস পরিদর্শন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক শুরু বিকেলে

0

সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনে গতি আনতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের সঙ্গে এই বৈঠকে হবে। পরে ধারাবাহিকভাবে অন্য বিভাগের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকেলে রংপুর বিভাগের দল সমর্থিত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে এবং আগে দলের সমর্থনে নির্বাচিত স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি। বৃহস্পতিবার রংপুর বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। আগামী ১৬ মার্চ পর্যন্ত বিভাগভিত্তিক এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি বৈঠকে ২৫০ জনপ্রতিনিধির সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শৈত্যঝড়ে লণ্ডভণ্ড আমেরিকায় বাতিল ১৩শ’র বেশি ফ্লাইট

0

আমেরিকায় মিনেসোটা-সহ উত্তরাঞ্চলের নানা প্রান্তে শক্তিশালী শীতকালীন ঝড় বইছে। এর জেরে বুধবার রাত থেকে এক হাজার তিনশ’র বেশি ফ্লাইট বাতিল করল দেশটির একাধিক বিমান সংস্থা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টা থেকে আমেরিকার মোট ১৩২৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শুধু ডেল্টা এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্স কোম্পানি নামে দুটি বিমান সংস্থাই বাতিল করেছে ১০৩৫টি ফ্লাইট। আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও বিদেশে যাওয়ার বিমানযাত্রাও বাতিল করেছে ওই সংস্থা দু’টি।

এছাড়াও ২০৩০টি ফ্লাইট বিলম্ব হয়েছে বলে জানা গেছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ এসব তথ্য জানিয়েছে।

আমেরিকার আবহাওয়া দফতর জানায়, ইতোমধ্যেই উত্তরাঞ্চলের সমতলের কিছু অংশ, আপার মিডওয়েস্ট-সহ দেশটির বিভিন্ন রাজ্যে প্রতি ঘণ্টায় ২ ইঞ্জি পুরু বরফ পড়তে শুরু করেছে। সেই সঙ্গে বইছে ঝড়ো বাতাসও। দুর্যোগপূর্ণ এই আবহাওয়া বিমানযাত্রায় প্রভাব পড়বে।

সূত্র:রয়টার্স

করোনা: বিশ্বে আরও সাড়ে আটশো মৃত্যু, শনাক্ত লক্ষাধিক

0

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে আটশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ আট হাজার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৪৭৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৯৩ হাজার ৮৫৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান ও মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ কোটি ৯০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ লাখ ৯৩ হাজার।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯০ লাখ ৮২ হাজার ৪৯৮ জনে।