Home Blog Page 1645

বিশ্বের কাছে স্বীকৃতি পাওয়ার জন্য সমস্ত মানদণ্ড ও শর্ত পূরণ করেছে ইমারাতে ইসলামিয়া: আফগান তথ্যমন্ত্রী

0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইমারাতে ইসলামিয়ার ব্যাবস্থায় সকল উপযুক্ত মানদণ্ড রয়েছে যা স্বীকৃতি পাওয়ার জন্য সমস্ত শর্ত পূরণ করেছে।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, বেশ কয়েকটি দেশ আফগানিস্তানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার কারণে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানকে স্বীকৃতি দিতে চাচ্ছে না। এছাড়াও অনেক দেশ মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ইসলামী ইমারাতের এ নতুন ব্যবস্থাকে গ্রহণ করতে চাচ্ছে না।

তিনি আরো বলেন, স্বাধীন হওয়ার পর ইসলামী ইমারাত বেশ কয়েকটি দেশের বিদ্বেষপূর্ণ কর্মসূচির মুখোমুখি হয়েছে, তাছাড়া আফগানিস্তানের জাতীয় সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ ও সমালোচনার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্বের কয়েকটি ক্ষমতাধর দেশ য বর্তমান সরকারের স্বীকৃতিতে বাধা প্রদান করলেও অন্যান্য দেশের উচিত নয় তাদের অনুসরণ করা।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

রামু লেখক ফোরামের দু’আ মাহফিল ও সাহিত্যকলির মোড়ক উন্মোচন অনুষ্ঠান

0

মাহবুবুল মান্নান


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু’আ মাহফিল করেছে কক্সবাজার জেলার রামু লেখক ফোরাম। একই অনুষ্ঠানে এ সংগঠনের সমর্থনপুষ্ট সাহিত্যের ছোট্ট কাগজ মাসিক সাহিত্যকলির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী।

সভায় বক্তারা বলেন, মায়ের ভাষার জন্য রক্তদান ও শাহাদৎবরণের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালে রক্তাক্ত ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিলো। কিন্তু তিক্ত হলেও সত্য যে, ভাষা আন্দোলনের এতো যুগ পরেও মাতৃভাষা বাংলার যথার্থ ব্যবহার সর্বস্তরে প্রতিষ্ঠা লাভ করেনি। যে ভাষার জন্য তাজা রক্ত দিতে হয়েছে আমাদের সেই মাতৃভাষার ও স্বকীয় সংস্কৃতি আজো ভিনদেশী ভাষা ও অপসংস্কৃতির বহুমুখী আগ্রাসনে জর্জরিত। এমতাবস্থায় ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমাদেরকে মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধ অক্ষুণ্ণ রাখার দৃপ্ত শপথ গ্রহন করতে হবে।

সভায় আলোচকবৃন্দ ভাষার মাসে মাসিক সাহিত্যকলির প্রকাশনাকে স্বাগত জানিয়ে বলেন, সাহিত্যাঙ্গনে মাতৃভাষার বিশুদ্ধ চর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশে সাহিত্যের এই ছোট্ট কাগজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সংবাদকর্মী মাহবুবুল আলম, লেখক ফোরামের সদস্য, সাহিত্যকলি সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, তরুণ প্রকৌশলী কাউছার আলম ইমু, শুভানুধ্যায়ী কামরুজ্জামান, নবীন লেখক জাহিদুল ইসলাম আল-রাইয়ান, আবরার বিন মুনির, আম্মার উদ্দিন, মুহাম্মদ সোহাইল প্রমুখ।

সভা শেষে ভাষা আন্দোলনের বীর শহীদানের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

নির্বাচনকে সামনে রেখে নাস্তিক্যবাদ গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারে ব্যস্ত : মাওলানা গাজী আতাউর

0

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নাস্তিক মুরতাদ গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অতি সম্প্রতি ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা বা হিজাব নিয়ে নতুনভাবে বিতর্ক সৃষ্টি করছেন।

তিনি বলেন, কুরআনের কোথাও হিজাবের কথা উল্লেখ নেই, একথা মেনন সাহেবকে কে বলেছেন? তিনি কী কুরআনের অর্থ বা তাফসীর বুঝেন? হাদীস শরীফের অর্থ বুঝেন? কুরআন-সুন্নাহ বুঝার কী বেসিক জ্ঞান তার আছে? না থাকলে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার স্পর্ধা তিনি কোথায় পেলেন? ইসলামের ফরজ বিধান হিজাব বা পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য এবং চরম অবজ্ঞাপূর্ণ বক্তব্য দিয়ে এ ধরনেরজ্ঞানপাপিরা ইসলামকে বার বার আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত করে, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করে থাকে। ধর্মীয় অনুভুতিতে আঘাত করার দায়ে অবিলম্বে তওবা না করলে তাকে এর খেসারত দিতে হবে।

কুমিল্লা বিশ্ব রোডস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কেন্দ্রীয় অন্যতম সস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ত্যৈয়বের সভাপতিত্বেএবং সেক্রেটারী মাওলানা নূল হোসাইনের পরিচালনায় এতে বক্তব্য রাখেনমাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কাজী মাওলানা শামসুল ইসলাম, মাওলানা এনামুল হক মজুমদার,আলহাজ্ব আলী হোসেন, মাওলানা মাসউদ আহমাদ ইক্বরা, ছাত্রনেতা মাহদী হাসান প্রমুখ। পরে মাওলানা মোহাম্মদ তৈয়্যবকে সভাপতি, মাওলানা নূর হুসাইনকে সেক্রেটারী, মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাওলানা কাজী শামসুল ইসলাম ও মাওলানা আবুল কালাম কাসেমীকে সহ-সভাপতি করে কুমিল্লা জেলা উত্তর কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পরে তিনি তাদেরকে শপথবাক্য পাঠন করান।

২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

0

৯ মাস আগে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করেছিল জাতীয়তাবাদী যুব দল। অবশেষে ৯ মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল তারা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুব দলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক বিএনপি মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

গত বছরের ২২ মে টুকুকে সভাপতি ও মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। ওই আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এবং ২ নম্বর যুগ্ম সম্পাদক গোলাম মওলা শাহিন।

নতুন কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি ২৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১৫ জন, সহ সাধারণ সম্পাদক ২৫ জন,সহ সাংগঠনিক সম্পাদক ২৫ জন, সদস্য ৭৫ জন ছাড়াও রয়েছে সম্পাদকীয় পদে নেতৃবৃন্দ।

পশ্চিমতীরে আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

0

পশ্চিমতীরের নাবলুসে আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ৯৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই গোলাবারুদের আঘাত পেয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর বলে তালিকাভুক্ত করেছে।

মন্ত্রণালয়ের মতে, নিহতদের মধ্যে আদনান সাবে বারা (৭২), মুহাম্মাদ খালেদ আনবৌসি (২৫), তামের মিনাভি (৩৩), মুসাব ওয়াইস (২৬), হোসাম ইসলাম (২৪), মোহাম্মদ আবদুলগানি (২৩), ওয়ালিদ দাখিল (২৩) এবং আব্দুলহাদি আশকার (৬১)। নবম নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

সকাল ১০ টায় ইসরাইলী বাহিনী ডজন ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান শুর করে। এর পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

সূত্র: আল জাজিরা

ভাষা ও সংস্কৃতি বিকৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

0

যারা ভাষার বিকৃতি ঘটায়, সংস্কৃতিকে বদলে দিতে চায়, সেই অপশক্তি এবং সেই অপশক্তির পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, যারা আরবি হরফে বাংলা লেখা প্রচলন করে ভাষার তথাকথিত ইসলামীকরণের চেষ্টা করেছিল, কবিগুরু রবীন্দ্রনাথের গান পূর্ব-বাঙলায় নিষিদ্ধ করেছিল, হিংস্র থাবা দিয়ে আমাদের ভাষা ও সংস্কৃতিকে কেড়ে নিতে, বদলে দিতে চেয়েছিল, স্বাধীনতার ৫২তম বছরেও যারা বাঙালি না বাংলাদেশি সেটি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকে, তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপির ছায়াতলে থেকে এসব গোষ্ঠি ক্ষণে ক্ষণে পাঠ্যপুস্তক নিয়ে, বাংলা ভাষার নানা বিষয় নিয়ে অবান্তর অহেতুক প্রশ্ন তুলে দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত দুই দিনব্যাপী ‘জাতীয় সাহিত্য উৎসব-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আয়োজক সংগঠনের সভাপতি গোলাম দস্তগীর গাজী অনুষ্ঠানে সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আখতারুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য দেন। ফিতা কেটে উৎসব উদ্বোধনের পর এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকাটি প্রধান অতিথির হাতে তুলে দেন আয়োজকরা।

ড. হাসান মাহমুদ বলেন, আজকে মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বময় পালিত হয়। সমগ্র পৃথিবীতে ৩৫ কোটি মানুষ বাংলায় কথা বলে এবং সংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীতে ষষ্ঠ ভাষা। আমাদের লক্ষ্য জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য, সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনুষ্ঠানে আগত সাহিত্যিকদের স্বাগত জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভৌগোলিক পার্থক্য আমাদের দু’দেশের বাঙালিদের আত্মার বন্ধনকে পৃথক করতে পারেনি। আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর জলধারায় সিক্ত হই, একই ভাষায় কথা বলি। মহান ২১ ফেব্রুয়ারির প্রতি ভারতের বাঙালিদের শ্রদ্ধা, ভালোবাসা দেখে আমি অভিভূত। ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতাতেও নানা অনুষ্ঠানমালা হয়েছে।

তিনি বলেন, আমরা বাঙালিরা অনেক জাতিগোষ্ঠির তুলনায় অনেক মেধাবী। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গাছের যে প্রাণ আছে, এটি প্রথম আবিষ্কার করেন স্যার জগদীশ চন্দ্র বসু। শিকাগোর সিয়ার্স টাওয়ারের স্থপতি বাঙালি ড. এফ আর খান। ভারতীয় উপমহাদেশ থেকে যতজন নোবেল পুরস্কার পেয়েছে তার একটি বড় অংশ বাঙালি। অর্থাৎ বাঙালিরা মেধার স্বাক্ষর যুগে যুগে রেখেছে, এই ধারা অব্যাহত থাকুক এটিই আমাদের কামনা।

আ’লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশকে নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করেছে : মির্জা ফখরুল

0

আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশকে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে তারা এই অপতৎপরতা শুরু করেছে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মহান শহীদ দিবসের মতো পবিত্র দিনে সরকার দলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ফেনীতে ১২ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত মঙ্গলবার শান্তিপূর্ণভাবে মহান শহীদ দিবসের অনুষ্ঠান পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

ইসরাইলী বাহিনীর গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

0

দুই সপ্তাহ পূর্বে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে একটি অভিযান চালিয়েছিল। তথাকথিত এ অভিযানে ইসরাইলী সামরিক বাহিনী ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর মুনতাসার আল-শাওয়ারের মাথায় গুলি চালিয়েছিল। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বালকটি শাহাদাত বরণ করেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

নাবলুসের রাফিদিয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসরাইলী বাহিনীর ছোড়া একটি গুলি “তার কানের পেছন থেকে মাথা ভেদ করে তার মুখ দিয়ে বেরিয়ে যায়। এতে তার পুরো চোয়াল ভেঙ্গে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তার মস্তিষ্ক অকেজো হয়ে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে তার হৃদস্পন্দন ছিল। এতদিন তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল। তবে গতকাল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

নিহত মুনতাসেরের চাচা ইব্রাহিম মাশরাভি কান্না জড়িত কন্ঠে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, “ইসরাইলীরা আমাদের দেশে আসে ও আমাদের শিশুদের হত্যা করে। দয়া করে আমাকে বলুন কিভাবে ১৬ বছরের একটি শিশু যে বয়স ও শারীরিক গঠনের দিক দিয়েও ছোট ছিল সে কিভাবে ইসরাইলের জন্য ‘হুমকি’ হতে পারে?”

উল্লেখ্য; শহীদ মুনতাসার ৫১ তম ফিলিস্তিনি যিনি ২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলের হাতে শহীদ হয়েছেন। এছাড়াও গত কয়েক মাস ধরে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

যারা একুশের চেতনা বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধকেও বিশ্বাস করে না : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাষা আন্দোলন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা একুশের চেতনা বিশ্বাস করে না, তারা ৭১-এ ও বিশ্বাস করে না।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের আজ শুনতে হচ্ছে শহীদ মিনারে নাকি আওয়ামী লীগ দলবাজি করেন। শহীদ মিনারে আমরা ফুল দিয়ে এক মিনিটও দাঁড়াইনি। আমাদের কোনো নেতাকর্মীরাও দাঁড়ায়নি। অথচ শুনতে হয় শহীদ মিনারে আওয়ামী লীগ নাকি দলবাজি করে।

তিনি বলেন, বিএনপির আমলে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মায়া (মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া) ভাইকে মেরে কারা রক্তাক্ত করেছে। আমরা তো ভেবেছি মায়া ভাই মরেই গেছে। কারা করেছে এসব? শহীদ মিনারকে কারা অপবিত্র করেছে। তাদের নেত্রী বিএনপির নেত্রী খালেদা জিয়া শহীদ মিনারে ফুল দিতে গিয়ে তো মূল বেদিতে উঠে গিয়েছিল। আর বলে আমরা নাকি দলবাজি করি।

সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিন : ভারতকে ব্রিটেনের বার্তা

0

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দিল্লি এবং মুম্বাই দপ্তরে ভারতের আয়কর বিভাগের হানা রুপ নিয়েছে আন্তর্জাতিক কূটনীতির ইস্যু হিসেবে। বিষয়টির উপর ব্রিটিশ সরকার পুরো নজর রাখছিল বলে জানা গিয়েছিল। অবশেষে এক সপ্তাহ পরে এ বিষয়ে মুখ খুলল ব্রিটেনের প্রশাসন। পার্লামেন্টে এক ডিবেট চলাকালীন জানিয়ে দেওয়া হল, তারা বিবিসির পাশেই রয়েছে।

টোরি এমপি ডেভিড রাটলে বলেছেন, আমরা বিবিসির পাশে আছি। আমরা বিবিসির তহবিলে অর্থ দিই। আমরা মনে করি বিবিসির বিশ্ব পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ, আমরা চাই বিবিসি সম্পাদকীয় স্বাধীনতা পাক।

এপ্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, বিবিসি কনজার্ভেটিভ পার্টি ও লেবার পার্টিরও সমালোচনা করেছে। তার মতে, এই স্বাধীনতাই আসল চাবিকাঠি। আর সেটা আমরা সারা পৃথিবীর সমস্ত বন্ধুকেও জানিয়ে দিতে চাই। যার মধ্যে ভারত সরকারও রয়েছে। সংবাদমাধ্যমকে কোনও ভয় ছাড়া কাজ করতে দেয়া হোক।

তার এই মন্তব্য থেকে পরিষ্কার, বিবিসি ইস্যুতে ব্রিটেন সরকার সংবাদমাধ্যমটির পাশেই দাঁড়াচ্ছে।

সূত্র: টাইমস নাউ