Home Blog Page 1647

বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড; এক দিকে গোরক্ষার নামে মুসলিম হত্যা, অন্যদিকে গরু খাওয়ার পক্ষে বক্তব্য

0

২৫ বছর বয়সী নাসির ও ৩৫ বছর বয়সী জুনাইদ ওরফে জুনা। সম্পর্কের দিক থেকে তারা দুই ভাই। ভারতের রাজস্থানের ভারতপুরের ঘাটমিকা গ্রামের বাসিন্দা তারা। গত বুধবার একটি গাড়িতে চেপে বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন ।

সন্ধ্যায় তাদের বাড়ি ফেরার কথা থাকলেও রাত ১০টা পার হয়ে যায়। এরপর জুনায়েদের ভাই ইসমাইল ফিরোজপুর ঝিরকা থানায় রাত ১০.৩০ নাগাদ একটি অভিযোগ দায়ের করেন।

এর পরের দিন বৃহস্পতিবার সকালে হারিয়ানার লোহারুর এক বাসিন্দা পুলিশে খবর দিয়ে জানান, সেখানে একটি পুড়ে যাওয়া গাড়িতে দুটি দগ্ধ কঙ্কাল রয়েছে। পুলিশের কর্মকর্তারা ও ফরেনসিক বিভাগ তৎক্ষণাৎ ছুটে যায় ঘটনাস্থলে।

হারিয়ানার লোহারুর ডিএসপি জগৎ শিং ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, লোহারুতে পুড়ে যাওয়া একটি গাড়িতে দগ্ধ দুটি কঙ্কাল মিলেছে। গাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, নয়তো দুজনকে পুড়িয়ে মারা হয়েছে। কঙ্কাল দুটি থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠান তিনি।

তদন্তে নামে রাজস্থান পুলিশ। বেশ কয়েকজনের নামে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন হল হারিয়ানা পুলিশের খোঁচড় বা ইনফর্মার। জানা গিয়েছে তাঁরা নাকি পুলিশের সঙ্গে বিভিন্ন অভিযানেও যেত। এছাড়াও তাদের আরেকটি পরিচয় তারা উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক দলের সদস্য। এই তালিকায় আরেকজনের নাম রয়েছে, সে হল মনু মানেসর। উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্য ও হারিয়ানা সরকারের গোরক্ষক টাস্ক ফোর্সের সদস্য।ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয় রিংকু সাইনি নামে এক ব্যক্তিকে।

গোপালগড় স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাম নরেশ মীনাকে এ মামলার তদন্তের ভার দেওয়া হয়।

তিনি গুপ্তচর ও গোরক্ষক দলের রিঙ্কুকে জিজ্ঞাসাবাদ করেন। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জিজ্ঞাসাবাদে রিঙ্কু স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে, গোমাংস পাচারের কাজে যুক্ত পাঁচজন রাজস্থান থেকে একটি পিক-আপ ভ্যানে আসছে এমন খবর পেয়ে সে তা পুলিশকে জানিয়েছিল। রিঙ্কুর সঙ্কেত পেয়ে পুলিশ পিক-ভ্যানটিকে আটকায়। এরপর গরু পাচারকারী সন্দেহে জুনায়েদ ও নাসিরকে প্রথমে নির্মমভাবে মারধর করা হয়। এরপর অভিযুক্তরা দুজনকে গরু পাচারের মামলায় গ্রেপ্তার করতে হারিয়ানা পুলিশের কাছে নিয়ে যায়। নির্মম নির্যাতনের পর দুজনের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে হারিয়ানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে অস্বীকার করে।

এরপর অভিযুক্তরা প্রমাণ নষ্ট করতে নাসির ও জুনায়েদকে এসইউভিতে করে প্রায় ২০০ কিলোমিটার দূরে হারিয়ানার ভিওয়ানি জেলার একটি গ্রামে নিয়ে যায়। নির্মমভাবে পেটানোর কারণে ইতিমধ্যেই তাদের একজনের মৃত্যু হয়েছে। অতঃপর সেখানেই তাদের গাড়ির ভেতরে রেখে পুড়িয়ে দেওয়া হয়।

এসএইচও রাম নরেশ মীনা বলেন, “রিংকুর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মামলাটি তদন্ত করেছি।”

তিনি আরো বলেন, এ মামলার প্রধান আসামি করা হয়েছে মনু রানা, অনিল মুর্থাল ও বিকাশ আর্য। এই ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের মধ্যে রিংকু সাইনিও রয়েছে।

রাজস্থানের এই দুই বাসিন্দাকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় গোটা ভারত আজ স্তম্ভিত। উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকদের তাণ্ডবে এমন নারকীয় ঘটনা যে কারো গায়ে কাঁটা ধরিয়ে দেয়।

মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাউরি

অন্যদিকে ৯০ শতাংশ খ্রিস্টান অধ্যুষিত রাজ্য মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাউরি বলেছেন, আমি গরুর মাংস খাই। এতে দলের কোনো সমস্যা নেই। একদিকে গরূর মাংস খাওয়া নিয়ে জলজ্যান্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে বিজেপি, অন্যদিকে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টায় নিজেকে গো-মাংষ খাদক হিসেবে প্রচার করছে তারা।

ফিলিস্তিনি বন্দি বিষয়ক কমিশনের চেয়ারম্যানকে আটক করল ইসরাইল

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী ‘ফিলিস্তিনি বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক কমিশনের’ চেয়ারম্যান কাদরি আবু বকরকে এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলজিয়াম থেকে ফিলিস্তিনে ফেরার সময় কারামেহ ক্রসিংয়ে (দ্য অ্যালেনবি/কিং হুসেন ব্রিজ) তাকে এ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দখলদার বাহিনী।

গ্রেফতারের পর দখলদার বাহিনী তাকে প্রশাসনিক আটকের প্রতিবাদ করার বিষয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে।

এছাড়াও বেলজিয়ামে তার সাম্প্রতিক সফরের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয় যেখানে তিনি ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে বেশ কয়েকটি সরকারী বৈঠক করেছিলেন।

উল্লেখ্য; তাকে এভাবে জিজ্ঞাসাবাদের ঘটনাটা ঠিক এমন সময় ঘটেছে যার ঠিক কিছুদিন পূর্বে ‘ফিলিস্তিনি বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক কমিশন’ থেকে যৌথ উদ্যোগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ‘ইসরায়েলি সেনাবাহিনীর অপরাধ ক্রমাগতভাবে বেড়ে চলেছে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ বছরের জানুয়ারির শেষে দখলদার ইসরায়েলের জেলের ভিতরে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা ৪ হাজার ৪৮০ জনে পৌঁছেছে। যার মধ্যে ১৬০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

মহিলা ফিলিস্তিনি বন্দীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। তাদের কে কঠোর নির্যাতন, পারিবারিক পরিদর্শনের উপর নিষেধাজ্ঞা ও অপমানজনক পরিদর্শন করা হয়েছে যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

তুরস্ক থেকে দেশে ফিরেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

0

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তুরস্কের উদ্ধার কাজ শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আজ রাত ৮টার দিকে তারা বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন।

তেজগাঁ বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।

পর্দা ও দাড়ি-টুপি নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য মেননকে ক্ষমা চাইতে হবে : হেফাজত

0

গতকাল প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কতৃক হিজাব, টুপি ও দাড়ি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন, রাশেদ খান মেনন ইসলাম ও কুরআন-সুন্নাহকে নিয়ে কটাক্ষ করে বাংলাদেশের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে। হিজাব, টুপি ও দাড়ি নিয়ে কুরুচিপূর্ণ এসব মন্তব্য একজন রাজনীতিবিদের জন্য বেমানান। তাকে এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, ইসলাম সমগ্র বিশ্বে এক ‍চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামের প্রতিটি বিধান মানুষের জন্য কল্যাণকর। নারীর সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুন্ন রাখতেই ইসলাম তাদের উপর পর্দা পালনের বিধান আরোপ করেছে। সেই বিধান নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের অবস্থান এই সমাজের সভ্যতার বিরুদ্ধে। তারা চায় এই সমাজে অসভ্যতার ছয়লাভ হোক। মুসলমানদের বোধ-বিশ্বাস নিয়ে উস্কানীমূলক কথা বলে তারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। এসব চক্রান্ত রুখে দিতে হবে।

পর্দা,হিজাব,দাড়ি-টুপি নিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার অপরাধে ফেতনা সৃষ্টিকারী এসব নেতাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাবান মাসের চাঁদ দেখা গেছে; আগামী ৭ মার্চ শবে বরাত

0

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৭ মার্চ দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মুহাম্মাদ বশিরুল আলম।

সভায় মুহাম্মাদ বশিরুল আলম জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।

আলেমদের কন্ঠরোধ করে সরকার বায়ান্নর চেতনাকে ধ্বংস করেছে : যুব মজলিস

0

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ বলেছেন, ৫২ এর ভাষা আন্দোলন ছিল অন্যায়, অবিচার, অপরাজনীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানবিক অধিকার ও বাক-স্বাধীনতা আদায়ের সংগ্রাম। বর্তমান সরকার প্রতিবাদী আলেমদের জেলে বন্দী করে বাকস্বাধীনতা হরণ করে ৫২ এর চেতনাকে ধবংস করেছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত “ভাষা আন্দোলন: তৎকালীন প্রেক্ষাপট ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হককে বিনা ওয়ারেন্টে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়ে উঠিয়ে নিয়ে মোবাইল চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যা সম্পূর্ণ আইনবিরোধী। তিনি দেশের জন্য কথা বলেছেন বলে তাকে অন্যায়ভাবে ২ বছর যাবৎ বন্দী রাখা হয়েছে।
এসময় বক্তারা দ্রুত মামুনুল হকের মুক্তি দাবি করেন।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি পাওয়ার প্রায় সত্তর বছর হয়ে গেলেও বিচারালয় সহ নানাস্থানে এখনো বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে না পারাটা রাষ্ট্রীয় ব্যর্থতা। হিন্দুত্ববাদী আগ্রাসনে দেশের ভাষা ও সংস্কৃতি জর্জরিত।

বাঙালির শক্তির নাম বাংলা ভাষা : মোস্তফা জব্বার

0

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালির শক্তির নাম বাংলা ভাষা। ভাষার জন্য লড়াই করতে গিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠা, এ ভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষা ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার নজির বিশ্বে আর নেই।

তিনি বলেন, বাঙালির রক্তের সঙ্গে, মেধা ও মননের সঙ্গে, মায়ের মুখের সঙ্গে মিশে আছে বাংলা ভাষা। বাংলাদেশ পৃথিবীর একমাত্র বাংলা ভাষা ভিত্তিক রাষ্ট্র।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে বিটিসিএল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পৃথিবীর ৩৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। একাত্তরের আগে এ ভূখণ্ড পাকিস্তানি, ইংরেজ, মোগল এবং এরও আগে বাইরের শক্তি শাসন করেছে। তারা প্রত্যেকেই তাদের ভাষা চাপানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি।

মন্ত্রী বলেন, উচ্চতর শিক্ষায় এবং উচ্চ আদালতে বাংলা ভাষা প্রবেশাধিকারের ওপর গুরুত্বারোপ করতে হবে। পৃথিবীতে বাঙালির পরিচয় সুদৃঢ় করছে বাংলা ভাষা। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ভিত্তি তৈরি করেছিলেন। বাংলা পৃথিবীর মধুরতম এবং বিজ্ঞান সম্মত ভাষা। পৃথিবীর অনেক ভাষা নিজেদের হরফ বাদ দিয়ে বিদেশি হরফ দিয়ে মাতৃভাষা চর্চা করতে গিয়ে নিজস্ব ভাষার আসল রূপ হারিয়েছে, নিজ ভাষাকে বিকৃত করেছে। কিন্তু বাংলা ভাষা আপন মহিমায় সমুজ্জ্বল।

তিনি বলেন, ডিজিটাল যন্ত্রে বাংলা লেখার সীমাবদ্ধতা নেই। তবে ভাষার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে যন্ত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে বঙ্গবন্ধু অপটিমা মুনির টাইপ রাইটার প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় যন্ত্রে বাংলা লেখার অভিযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মাদ রফিকুল ইসলাম বক্তৃতা করেন।

দায়েশের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইরাকের সেনাবাহিনী

0

ইরাকি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তবর্তী ৩ টি প্রদেশে নিষিদ্ধ সংগঠন দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। প্রদেশ তিনটি হল আনবার, সালাদিন ও নিনেভেহ।

ইরাক সরকারের নিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে “অপারেশন সোর্ডস অফ ট্রুথ” এর ২য় পর্ব শুরু করা হয়েছে। সমস্ত নিরাপত্তা বাহিনী বিমান বাহিনীর সহায়তায় অভিযানে অংশ নিচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ অপারেশনের ফলাফল পরে ঘোষণা করা হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

হিজবুল্লাহর জন্য ‘গুপ্তচরবৃত্তি’ করার অভিযোগে ইসরাইলের হাতে সিরিয়ার নাগরিক গ্রেফতার

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী গোয়েন্দাদের তথ্য সংগ্রহের পরিকল্পনা করার জন্য সিরিয়ার একজন নাগরিককে গ্রেফতার করেছে।

দখলদার ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৭ জানুয়ারি দক্ষিণ গোলান হাইটস থেকে ইসরায়েলে প্রবেশ করার পরে গাইথ আবদুল্লাহকে অন্য একজনের সাথে গ্রেপ্তার করা হয়েছিল।

বিবৃতিতে, আবদুল্লাহকে লেবাননের হিজবুল্লাহর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত অন্য ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য; এ বিষয়ে এখনো পর্যন্ত সিরিয়া সরকার বা হিজবুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : মিডলইস্ট মনিটর

সুশাসন এবং ন্যায় বিচারভিত্তিক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় একুশে : জিএম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মুহাম্মাদ কাদের এমপি বলেছেন, একুশে ফেব্রুয়ারি আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে শিক্ষা দিয়েছে। প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে হবে। রক্ত দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে শিক্ষা দেয় মহান একুশে। সুশাসন এবং ন্যায় বিচারভিত্তিক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় একুশে ফেব্রুয়ারি। অন্যায়কে পরাজিত করতেই আমরা রাজনীতি করবো।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে একুশের চেতনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা।

জিএম কাদের বলেন, ১৯৫২ সালে অন্যায়ভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দেওয়া হয়নি। এর প্রতিবাদে আমাদের রাষ্ট্র ভাষা আন্দোলন হয়েছিল। ভাষা আন্দোলনের সাফল্যই প্রতিটি আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে। ভাষা আন্দেলনের অনুপ্রেরণায় আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় এসেছে। ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় আমরা একটি স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র পেয়েছি। অন্যায়ের প্রতিবাদে রক্ত দেয়ার শিক্ষাও আমাদের দিয়েছে একুশে ফেব্রুয়ারি। স্বাধীনতা সংগ্রাম হয়েছিলো মুক্তির জন্য। আমরা স্বাধীন হয়েছি কিন্তু মুক্তি পাইনি। দেশের মানুষ বৈষম্য ও কুশাসনের বিরুদ্ধে মুক্তি পায় না।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নি, নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, সালমা হোসেন, জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।