Home Blog Page 1648

ভাষার মান রাখতে ব্যর্থ সরকার : মাওলানা ইউনুছ আহমাদ

0

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ভাষা শহীদদের জীবন-কর্ম-ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে যেমন ব্যর্থ, তেমনই ভাষার মান রাখতে ব্যর্থ হয়েছে সরকার। স্বাধীনতার ৫১ বছরেও ভিন্ন ভাষার সাইনবোর্ডগুলো অপসারণ করতে পারেনি কোন সরকার।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ বলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী মানুষের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, মাতৃভাষা আল্লাহ্ তা’আলার মহান নেয়ামত। দ্বীনের প্রচারে মাতৃভাষায় বুৎপত্তি অর্জনের বিকল্প নেই। কারণ প্রত্যেক নবী-রাসূলকে নিজের মাতৃভাষায় আসমানি কিতাব প্রদান করা হয়েছে। বাংলা ভাষা আমাদের গর্ব। সুতরাং এই ভাষায় ইসলামী সাহিত্য এবং দাওয়াতের শ্রেষ্ঠ নমুনা স্থাপন করতে হবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ওমর ফারুকের সঞ্চালনায় ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আল-আমিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ৪০০ মোবাইল হোম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কাতার

0

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার ৪০০ টি মোবাইল হোম পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) দোহায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা গোকসু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত মোস্তফা গোকসু আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, “আজ ছয়টি জাহাজে মোট ১,৪০০ টি মোবাইল হোমের একটি নতুন চালান লোড করা হবে। তুর্কি দূতাবাস যত তাড়াতাড়ি সম্ভব পুরো মোবাইল হোমগুলি সরবরাহ করতে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সাথে সহযোগিতা করছে।”

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ১০ হাজার মোবাইল হোম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাতার।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কাতারের মোট ৪০ টি ত্রাণসামগ্রী বহনকারী বিমান তুরস্কে পৌঁছেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

বিএনপিকে ‘বর্ণচোরা’ বললেন খালিদ মাহমুদ চৌধুরী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্ণচোরা বিএনপির শ্রদ্ধা শহীদ মিনারে নয়, তাদের শ্রদ্ধা অন্য জায়গায়। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের ভিত্তি রচনা করেছিলেন। ২০০১ সালে পহেলা অক্টোবর নির্বাচনে জোর করে ক্ষমতায় এসে ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের কাজ এক চুল পরিমাণ এগিয়ে নেয় নাই। তারা এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩’ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষার যে অর্জন সেটি বিএনপি সামনের দিকে এগিয়ে নেয় নাই। তারাই এখন শহিদ মিনারে এসে ভাষা দিবসে মায়াকান্না কাঁদে। এটা আমাদের সব থেকে লজ্জার বিষয়। যারা মাতৃভাষাকে সংরক্ষণ করেনা, মাতৃভাষাকে শ্রদ্ধা জানায় না, যারা মাতৃভাষাকে রাজনৈতিক স্বার্থ হিসেবে ব্যবহার করে- তারাই এখন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে আসে।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর ও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

এর আগে প্রতিমন্ত্রী একুশের প্রথম প্রহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলার বোচাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালিকে ধ্বংস করার জন্য ভাষার ওপর আঘাত এসেছিল। তবে বাঙালি রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব বুঝাতে ‍গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৪৮ এর ’১১ মার্চ মায়ের ভাষার অধিকার রক্ষার দাবিতে যে আন্দোলনের শুরু তারই চূড়ান্ত পরিণতি বায়ান্নের ২১শে ফেব্রুয়ারি।

আগামী মাস থেকে ভূমিকম্প কবলিত এলাকায় ঘর নির্মাণ শুরু হবে : এরদোগান

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আগামী মার্চ মাস থেকে ভূমিকম্প কবলিত এলাকায় ঘর নির্মাণের কাজ শুরু করবে তুরস্কের প্রশাসন।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ হাতায় প্রদেশে এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেছেন।

এরদোগান বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, গাজিয়ানটেপ, হাতায়, কাহরামানমারাস, কিলিস, মালত্য, ওসমানিয়ে, সানলিউরফা ও এলাজিগ প্রদেশে আগামী মার্চ থেকে ২ লক্ষ ঘর নির্মাণ শুরু হবে।

গত ৬ ফেব্রুয়ারির ২ টি ভূমিকম্পে এই ১১ টি প্রদেশের প্রায় ১.৬৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১.৬৮ মিলিয়নেরও বেশি মানুষের অস্থায়ী আশ্রয়স্থল গড়ে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৪ হাজার ৮৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

হজ পালনে মানতে হবে ৪ শর্ত

0

এবার হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) শর্তগুলো প্রকাশ করেছে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের দেওয়া শর্তসমূহ :
১। করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
২। যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেয়া।
৩। হজে পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।
৪। হজযাত্রীর কোনো দীর্ঘস্থায়ী জটিল রোগ থাকা যাবে না।

সৌদি আরবের সাথে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন আর এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) হজ অনুষ্ঠিত হবে।

এদিকে, সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

আফগানিস্তানের নিরাপত্তা উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেছে ইরান ও চীন

0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন আফগানিস্তানে নিয়োজিত ইরানের বিশেষ দূত হাসান কাজেমি কওমি ও চীনের একটি বিশেষ প্রতিনিধি দল।

গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) কাবুলে চীনা প্রতিনিধি দলের প্রধান ইউ জিয়াওয়ং এর সাথে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে বেইজিং ও তেহরান কীভাবে একসাথে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

হাসান কাজেমি কওমি এক টুইটার বার্তায় বলেন, “ইরান ও চীনা প্রেসিডেন্টদের সাম্প্রতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চীনা প্রতিনিধির সাথে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে। এই বৈঠকে ইরান ও চীন আফগানিস্তানে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একই সাথে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

সূত্র: কেপি

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে খরচ করতে হবে বছরে ৮০০ কোটি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হলে প্রতি বছর ৮০০ কোটি টাকা খরচ করতে হবে। আমাদের বিবেচনায় করতে হবে এতো টাকা খরচ করা যুক্তিসঙ্গত হবে কিনা। তবে এই সক্ষমতা একদিন বাংলাদেশেরও তৈরি হবে। তবে এই মুহূর্তে এটার পক্ষে বেশি মতামত আসবে না। যদিও আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সবই আছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, আমাদের ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনে শক্তি যুগিয়েছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় বক্তব্য দিয়েছেন। এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দাবি ওঠে। পরে ১৯৯৯ সালে ইউনেস্কোতে প্রস্তাব তোলার পর এর স্বীকৃতি দেওয়া হয়।

তিনি বলেন, আমরা সর্বস্তরে বাংলা ভাষা চালুর উদ্যোগ নিয়েছি। আমরা সকলের ভাষার প্রতি শ্রদ্ধাশীল, এমনকি ক্ষুদ্র জাতিসত্তার ভাষার প্রতিও আমরা সমানভাবে শ্রদ্ধাশীল।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন বাংলাদেশ, কেনিয়া, রাশিয়া, নেপাল, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের প্রতিনিধিরা।

ইউক্রেন যুদ্ধের বর্ষপূতি; জাতির উদ্দেশে যা বললেন পুতিন

0

জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি ভাষণ শুরু করেন।

পুতিন বলেন, আমরা পশ্চিমাদের সাথে খোলামেলা সংলাপের জন্য উন্মুক্ত এবং আন্তরিক ছিলাম। বহুবার আমরা বলেছি যে, বিশ্বের অবিভাজ্য নিরাপত্তা দরকার। বিশ্বের সব দেশকে আমরা এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তবে প্রতিক্রিয়া হিসাবে আমরা যা পেয়েছি তা হলো, ভণ্ডামিপূর্ণ এবং দুর্বোধ্য জবাব, সাথে ন্যাটোর সম্প্রসারণবাদ।

তিনি বলেন, তারা থামবে না, প্রতিদিনই হুমকি থাকছে। দোনবাসে তারা রক্তপাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, দোনবাস পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল নিয়ে গঠিত। রাশিয়া এই অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা অভিজাতরা তাদের উচ্চাকাঙ্ক্ষা গোপন করে না। তাদের লক্ষ্য, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা। এর মানে কী? এর অর্থ হলো- রাশিয়াকে প্রথম এবং শেষবারের মতো শেষ করে দেওয়া। তারা স্থানীয় বিরোধকে আরও বিস্তৃত এবং বড় করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পুতিন বলেন, আমেরিকা বিশেষ করে ইউক্রেনের সংঘাতকে একটি রুশ-বিরোধী প্রকল্প হিসাবে দেখছে।

সূত্র : বিবিসি

বিচারকদের দেওয়া রায় বাংলা ভাষায় প্রকাশের কাজ চলমান : প্রধান বিচারপতি

0

বিচারকদের দেওয়া রায় বাংলা ভাষায় প্রকাশ করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতফেরিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে। আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন, সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। নতুন এই প্রযুক্তির কারণে রায় অনুবাদ করে বাংলায় পড়া যাবে বলেও জানান তিনি।

দেশের বিচার বিভাগ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করব। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী।

প্রভাতফেরি উপলক্ষে ভোর থেকেই শহীদ মিনার অভিমুখে সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। প্রতিবেশী দেশ ভারত থেকেও অনেকে শ্রদ্ধা জানাতে এসেছেন।