Home Blog Page 1649

পাক-আফগান সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলি

0

পাক-আফগান সীমান্তে পাকিস্তানি সীমান্তরক্ষী ও আফগান সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষ থেকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) উত্তর-পশ্চিম পাকিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্তে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত কর্তৃপক্ষ একজন আফগান রোগীর অভিভাবককে সীমান্তে প্রদেশে বাধা দিলে এ ঘটনার সূত্রপাত হয়।

তোরখাম সীমান্তে অবস্থিত ল্যান্ডি কোটাল শহরের সহকারী কমিশনার ইরশাদ খান গনমাধ্যমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে ক্রসিং এখনও বন্ধ রয়েছে।

তোরখামের তালেবান কমিশনার, মৌলভি মুহাম্মাদ সিদ্দিক বলেন, “ইসলামাবাদ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।”

উল্লেখ্য; গত রবিবার আফগানিস্তানের প্রশাসন ইসলামাবাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগে পাক-আফগান অপরিহার্য বাণিজ্যিক ও ট্রানজিট রুট বন্ধ করে দেয়। তার ঠিক একদিন পরেই এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

সূত্র: কেপি

জামিন পেলেন সাবেক পাক-প্রধানমন্ত্রী ইমরান খান

0

নির্বাচন কমিশনের সামনে “সহিংস বিক্ষোভের” মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) পাক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইমরান খানকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। মার্চের ৩ তারিখ পর্যন্ত এটি বহাল থাকবে।

একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরান খানকে গ্রেপ্তারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে অবহিতও করা হয়।

তবে ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফের অসংখ্য নেতা কর্মী।

সূত্র : দ্য ডন

গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ : খন্দকার মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে স্বাধীনতার ৫১ বছর পরে যারা দেশ পরিচলনা করছে, তারা গণতন্ত্র ধ্বংস করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করেছে।

তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারিতে আজকে দলবাজী হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, আমাদের দাবি, জনগণের প্রত্যাশা পূরণ করে সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে।

মোশাররফ হোসেন বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় বলাকা ভবনের সমানে থেকে প্রভাতফেরি শুরু করে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ৮টা থেকে দাঁড়িয়ে আছি। পৌনে পাঁচ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদির কাছে আসতে পেরেছি।

বিএনপির এই নেতা বলেন, এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটা তাদের ব্যর্থতা। এখানে দলবাজী হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারিতে আজকে দলবাজী হয়েছে। এটা অত্যন্ত দুখঃজনক। আমরা এর প্রতিবাদ করছি। তারা আমাদের ইচ্ছা করে আমাদের বিলম্বিত করেছে। এই দিনে এমনটা করা ঠিক হয়নি।

মহান ভাষা দিবসেও শহীদ মিনারে দলবাজি হয়েছে : মোশাররফ

0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসে প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, আমরা সাড়ে সাতটার সময় বলাকা ভবন থেকে প্রভাতফেরি মিছিল নিয়ে এসেছি। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে আমরা সকাল ৮টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কয়েকটি প্রতিষ্ঠানের নাম এখানে বারবার উচ্চারণ করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে বেদী ত্যাগ করেনি, অযথা সময় নষ্ট করেছে। বিষয়টি এখানে দায়িত্বরত পুলিশ-প্রশাসনের ব্যর্থতা। মহান ভাষা দিবসেও এখানে দলবাজি হয়েছে, এটা দুঃখজনক।

তিনি বলেন, মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। পশ্চিম পাকিস্তান থেকে আমাদের ওপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেসময় ছাত্র নেতৃবৃন্দ এবং যে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছিল, তাদের সংগ্রাম ও রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি। সেই ভাষা আন্দোলন ছিল মহান মুক্তিযুদ্ধের বীজ বপন। সেসময় ভাষা আন্দোলনের উদ্দেশ্য ও চেতনায় ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এছাড়া উদ্দেশ্য ছিল জনগণের দ্বারা সরকার গঠন করা ও সেই সরকার জনগণের সেবা করবে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি- স্বাধীনতার ৫১ বছর পরেও আজকে যারা দেশ পরিচালনা করছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে। তারা বাকশাল প্রতিষ্ঠা করে একদলীয় সরকার প্রথা কায়েম করেছে। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মানবাধিকার থাকে না। আজকে আমাদের দেশে মানবাধিকার নেই। আমাদের দেশের অর্থনীতির লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস প্রায়। এ অবস্থায় আজ আমরা ভাষা দিবস পালন করছি।

যে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি : সুব্রত চৌধুরী

0

গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আজকে ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৭১ বছর পর শহীদ মিনারে দাড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। যে লক্ষ্য ও আদর্শ নিয়ে ভাষা আন্দোলনে শহীদদের রক্ত ঝরেছিল রাজপথে, তারই ধারাবাহিকতায় ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম, অতি দুঃখের সঙ্গে বলতে হয় এত যুগ পার করে এসেও আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তাদের বিচ্যুতি ঘটেছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ৫২ ভাষা আন্দোলনের শহীদরা একই সূত্রে গাঁথা। দুর্ভাগ্যের বিষয় ক্ষমতায় যারা বসে আছেন, এমন একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে যেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তাদের বিচ্যুতি ঘটেছে, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও ভাষা শহীদদের প্রতি এটা চরম অবমাননাকর।

মেক্সিকোতে অভিবাসীদের বাস উল্টে ১৭ জন নিহত

0

মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় গত রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মেক্সিকোর মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অভিবাসীবাহী বাসটি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৪৫ জন যাত্রী নিয়ে পুয়েবলা প্রদেশ থেকে উত্তরের দিকে যাচ্ছিলো বাসটি। ভেনেজুয়েলা, কলম্বিয়াসহ মধ্য আমেরিকার কয়েকটি দেশের নাগরিক ছিলেন বাসে। স্থানীয় সময় বিকেলের দিকে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সাথে ধাক্কা খায় বাসটি। এতে দুমড়েমুচড়ে যায় এর একাংশ।

এক সংবাদ সম্মেলনে পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী হুলিও হুয়ের্তা বলেন, দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত আরও ১৫ জনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দুইজনের মৃত্যু ঘটে। আহতদের মধ্যে পাঁচজন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।

হতাহতদের মধ্যে কতোজন অভিবাসন প্রত্যাশী আছেন পুয়েবলার কর্মকর্তারা তা নির্দিষ্টকরে জানাননি। এ বিষয়ে মন্তব্যের জন্য মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউটকে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।

জাতিসংঘের দাফতরিক ভাষা বাংলা হলে বছরে ৮শ কোটি টাকা ব্যয় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাতিসংঘের দাফতরিক ভাষা বাংলা হলে প্রতিবছর আমাদের ৮শ কোটি টাকা ব্যয় করতে হবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ব্যয় বিবেচনায় এখনই বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রস্তাব যুক্তিসঙ্গত মনে করেন না অনেকে।

এদিকে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষার স্বীকৃতি দেয়ার দাবি জানান।

তিনি বলেন, আমরা আবারও দাবি জানাব, বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা দিয়ে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে।

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

0

দেশের ৫টি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ নিজ দেশেই বাক স্বাধীনতা হুমকির মুখে : নূর

0

ভাষা শহীদ এবং ভাষা আন্দোলনের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আজকে উদ্বেগ নিয়েই বলতে হচ্ছে নিজ দেশেই আমাদের বাক স্বাধীনতা হুমকির মুখে। আজকে গণতান্ত্রিক অধিকার আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। মিছিল মিটিং করতে গেলেই পুলিশের অনুমতি নিতে হয়, সরকারি দলের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয়। এটা ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভাষা শহীদদের ত্যাগ এবং সংগ্রামের মাধ্যম্যে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি তার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যেখানে নাগরিকরা মর্যাদার সঙ্গে বাস করবে। বাক এবং ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে।

তিনি আরও বলেন, আজকের এই দিনে হিন্দি সিনেমা আমদানির অপচেষ্টার প্রতি ধিক্কার জানাই। ভাষা শহীদদের চেতনার কথা যদি আমরা বলি, তারা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করার জন্য, মুক্তভাবে কথা বলা এবং লেখার জন্য বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইনের কারণে মানুষের মুক্তভাবে কথা বলার বা মত প্রকাশের সেই অধিকার অনেকাংশে খর্ব করা হয়েছে। এটি ভাষা শহীদ এবং মাতৃভাষার প্রতি চরম বৈষম্য ও নিপীড়নমূলক ব্যবস্থা। আমরা ভাষার এই মাসে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাবো। সেইসঙ্গে হিন্দি সিনেমা আমদানির অপচেষ্টা বন্ধ করার অনুরোধ জানাবো।

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় জেলেনস্কি

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে যদি চীন অস্ত্র দিয়ে সহায়তা করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

জেলেনস্কি বলেন, আমি চীনের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে অনুরোধ করে বলেছি, আপনারা রাশিয়াকে অস্ত্র দেবেন না।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ইতালির দৈনিক লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার মনে হয় চীন এ ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।

তিনি আরও বলেন, চীনের সঙ্গে আমাদের আগে থেকেই চমৎকার সম্পর্ক রয়েছে। কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে নিজেদের জড়ানো ঠিক হবে না বেইজিংয়ের।

রাশিয়াকে এতদিন সমর্থন দিয়ে এলেও ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করেনি চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনকে নিয়ে নতুন আশঙ্কার কথা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র জানায়, চীন মস্কোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। এ খবরে উৎকণ্ঠায় আছে ইউক্রেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন গত রোববার দেশটির টিভি চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীন শিগগিরই রাশিয়াকে প্রাণঘাতি অস্ত্র দিয়ে সহায়তা করতে যাচ্ছে।

সূত্র : আনাদোলু।