Home Blog Page 1663

পাকিস্তানে চীনা দূতাবাসের কনস্যুলার বিভাগ বন্ধ ঘোষণা

0

প্রযুক্তিগত সমস্যার কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনা দূতাবাসের কনস্যুলার বিভাগটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে চীন।

চীনা দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি অস্থায়ীভাবে বন্ধ থাকবে।

এর পূর্বে, চীন সরকার পাকিস্তানে বসবাসরত চাইনিজ নাগরিকদের বর্তমান পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করেছে।

দূতাবাসের কর্মকর্তারা জানান, চীনা দূতাবাস তেহরিক-ই-তালেবানের (টিটিপি) কাছ থেকে ঘন ঘন হুমকি পেয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে গত বছরের ডিসেম্বর থেকে টিটিপির হামলা ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: কেপি

তাজিকিস্তান সীমান্তে ৪০০০ দায়েস অবস্থান করছে: সিএসটিও

0

ইউরেশিয়ার ‘কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন’ বা যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) দাবি করেছে, আফগানিস্তানে দায়েসের বর্তমান সদস্য প্রায় ৬ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে দায়েসের খোরাসান শাখার ৪ হাজার সদস্য তাজিকিস্তান সীমান্তে অবস্থান করছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ‘সিএসটিও’ এর চিফ অব জয়েন্ট স্টাফ আনাতোলি সিডোরভ এ দাবি করেন।

তিনি বলেন, দায়েশের সদস্যদের বেশিরভাগই উত্তর বাদাখশান, কুন্দুজ ও তাখার প্রদেশে অবস্থান করছে। আমি মনে করি, এই গোষ্ঠী মধ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এর পূর্বে জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, কয়েক হাজার দায়েস সদস্য আফগানিস্তানে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

তবে আফগানিস্তান বরাবর এই ধরনের দাবি অস্বীকার করে বলেছে, ইমারাতে ইসলামিয়া দায়েসের সদস্যদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে ও তাদেরকে প্রতিহত করছে।

সূত্র: কেপি

আফগানিস্তানের সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে সমন্বয়ে আগ্রহী ভারত

0

আফগানিস্তান ইস্যুতে রাশিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে আগ্রহী ভারত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এ কথা বলেন।

তিনি বলেন, আফগানিস্তানের সমস্যা সমাধানে ভারত আমাদের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে আগ্রহী। আমি মনে করি, মস্কো ফর্ম্যাটের মতো এই ফর্ম্যাটেও ভাল সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ আফগান ইস্যু পুনর্নির্ধারণের জন্য রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও চীনের সাথে পাঁচ-দলীয় কাঠামোর একটি প্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে ডেনিস আলিপভ বলেন, পাক-ভারতের চলমান দ্বন্দ্ব এ বিষয়ে আফগানিস্তানে রাশিয়া ও ভারতের মধ্যে মিথস্ক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার অংশ হিসাবে পাঁচটি পক্ষই আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না।

সূত্র: এভিএ

রাজধানীতে মাদকাবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩৬০০ পিস ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৭৭ কেজি ৪৩০ গ্রাম ১৪১ পুরিয়া গাঁজা, ২৩৫ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল বিদেশিমদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

বিশ্বজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ

0

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে সংক্রমিত ব্যক্তির সংখ্যা অনেক বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৩৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮৫২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৮৩ জনের। ফলে দেখা যাচ্ছে এক দিনের ব্যবধানে সংক্রমণ অনেক বেড়েছে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫২৬ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৪ হাজার ৮৯১ জনে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

0

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ‘অগভীর’ ভূমিকম্প।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চল।

জানা গেছে, ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয় দেশটির মাসবাতে প্রদেশে। রাতের বেলা হঠাৎ করে শক্তিশালী কম্পনে ঘুম থেকে জেগে ওঠেন বেশিরভাগ মানুষ।

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবাতে প্রদেশের মূল দ্বীপের মিয়াগা গ্রামের ১১ কিলোমিটার দূরের একটি স্থানে।

মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। ফিলিপাইনে মাঝরাতে ভূমিকম্প আঘাত হানায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মাসবেত প্রদেশে বৃহস্পতিবার সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কারণ এখনো প্রদেশটি ছোট ছোট ভূমিকম্পে বার বার কেঁপে উঠছে।

এর আগে ফিলিপাইনে সর্বশেষ ভূমিকম্প আঘাত হানে ২০২২ সালের অক্টোবর মাসে। সে সময় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। ওই বছরেই জুলাইয়ে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভূমিধসে ১১ জন প্রাণ হারান।

সূত্র: এএফপি

নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: এটর্নি জেনারেল

0

২২তম রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিনের নির্বাচিত হওয়ার পর পদটি লাভজনক বলে প্রশ্ন তোলাকে অবান্তর বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, একদম সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি নির্বাচন বৈধ। এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এবং উচিৎ নয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে সাংবদিকদের এসব কথা বলেন এটর্নি জেনারেল।

রাষ্ট্রপতি নির্বাচন যথাযথভাবে হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে এ এম আমিন উদ্দিন বলেন, একদম সম্পূর্ণভাবে তিনি বৈধ। এটাতে কোনও প্রশ্ন তোলা অবান্তর এবং উচিত নয়।

তিনি আরও বলেন, সংবিধানের ৪৮, ৬৬ ও ১৪৭ অনুচ্ছেদ মিলিয়ে পড়লে দেখা যাবে এটা কোনোভাবেই লাভজনক পদের মধ্যে পড়ে না। রাষ্ট্রপতি কেনোক্রমেই সরকারের কর্মে নিয়োজিত কোনও ব্যক্তি নন।

গত ১২ ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মুহাম্মাদ সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়। এই পদে একক প্রার্থী হওয়ায় ১৩ ফেব্রুয়ারি তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

বর্তমান রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল।

সাহাবুদ্দিন এর আগে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার। আইন অনুযায়ী, দুদক কমিশনাররা কোনও ধরনের লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারেন কি-না, সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন।
এটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতি কোন লাভজনক পদ নয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচন বৈধ। এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।

তিনি বলেন, এ নিয়ে সংবিধানে বিস্তারিত উল্লেখ রয়েছে। পাশাপাশি ১৯৯৬ সালে হাইকোর্টে আনা এক মামলার পরিপ্রেক্ষিতে লাভজনক ও অলাভজনক পদ বিষয়ে রায় দিয়েছেন উচ্চ আদালত।

সূত্র: বাসস

বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী : স্পিকার

0

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাঁর নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) এর অন্তর্গত মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। কারণ, মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বগুণে সমগ্র বাংলাদেশের মতো পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি সকল উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য আহবান জানান।

“বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর কুষ্টিয়া-রংপুরের বাছাই পর্ব অনুষ্ঠিত

0

ইসলামী ও সাধারণ জ্ঞনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩’ এর কুষ্টিয়া এবং রংপুর অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া এবং রংপুরের আঞ্চলিক বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয়।

বাছাই পরীক্ষায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ আহসানুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক আইকন সিজন-৩ এর প্রতিনিধি এম এ আর ছিবগাতুল্লাহ।

বাছাই পরীক্ষার ফলাফল জানা যাবে বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর অফিসিয়াল ফেসবুক পেইজে।

পর্যায়ক্রমে সকল বিভাগের ও বিশেষ অঞ্চলের বাছাই শেষে আগামী ১৮ ই ফেব্রুয়ারী চুড়ান্ত বাছাই হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অডিটোরিয়ামে। সেখানে দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের বিচারের মাধ্যমে চুড়ান্ত হবে কারা অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে লড়বে। চুড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীর জন্য ৮ লক্ষ, ২য় স্থান অধিকারী ৬ লক্ষ ও ৩য় স্থান অধিকারীর জন্য রযেছে ৪ লক্ষ টাকা পুরস্কার।

ইসলাম প্রিয় দর্শকদের জন্যে পবিত্র মাহে রমজানের সেরা উপহার হবে “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩”। দেখতে চোখ রাখতে হবে আরটিভির পর্দায় রাত সাড়ে নয়টায়।

শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে: বিনয় খাতরা

0

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, আপনার এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিনয় খাতরা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

১ ডিসেম্বর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত জি-২০ এর সভাপতির দায়িত্বে থাকা ভারত গ্রুপটির সকল বৈঠকে বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধনকে অত্যন্ত দৃঢ় বলে বর্ণনা করে বিনয় খাতরা বলেন, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ-ভারত সম্পর্ককে মূল্যায়ন করে, যা ইতোমধ্যে কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দুই প্রতিবেশীর আর্থ-সামাজিক উন্নয়নে উভয় দেশই কাজ করতে পারে।

সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, তারা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট (এলওসি)’র শর্তাবলী সহজ করার চেষ্টা করছেন যাতে বাংলাদেশ সহজেই ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করেই পরিচালনা করা যেতে পারে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।