বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি পালিত হয়েছে ‘বিশ্ব ভালোবাসা দিবস’। তবে তথাকথিত এ ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয়) এক বিবৃতিতে এ দিবসটি
উদযাপন নিষিদ্ধ করে।
বিবৃতিতে বলা হয়, এটি (ভ্যালেন্টাইনস ডে) একটি বিদেশী সংস্কৃতি, তাই পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করা মুসলিম সম্প্রদায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পূর্বে আফগানিস্তানের লোকেরা অন্য যেকোনও অনুষ্ঠানের মতো ব্যাপকভাবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করত। কাবুলের কেন্দ্রস্থলের শপিং মল ও দোকানগুলি লাল বেলুন এবং সব ধরণের গোলাপ দিয়ে সজ্জিত করা হত এ পশ্চিমা উৎসব পালনে। শুধু তাই নয় দম্পতি ও ‘প্রেমিক’রা একে অপরের সঙ্গ ‘উপভোগ’ করত। তবে এ বছর এই পশ্চিমা অপসংস্কৃতি পালনে তালেবান নেতারা জনসাধারণকে সতর্ক করেছে ও এই অনুষ্ঠান উদযাপন নিষিদ্ধ করেছে।
সূত্র: কেপি